ইন্ডিয়ান নেভি তাদের প্রথম “বিশাখাপত্তনম” ক্লাস স্টেলথ গাইডেড মিসাইল ড্রেস্টয়ার ডেলিভারি পেয়েছে।

এই ক্লাসের টোটাল ৪ টি ড্রেস্টয়ার তৈরি করা হবে। যার রেঞ্জ ৪,০০০ কি.মি.।

৪৮৯ ফুট দৈর্ঘ্যের এই ড্রেস্টয়ারের ওজন ৭,০০০ টন। ইন্ডিয়ান নেভির জন্য Mazagon Dock Limited(এমডিএল) কোম্পানি এই ধ্বংসাত্মক শ্রেণির ড্রেস্টয়ারটি তৈরি করে।

২০১২ সালে শুরু হয় এই Project 15B জাহাজের নকশা করার কাজ। জাহাজের নতুন সংস্করণটির নতুন নকশা হিসেবেই আপগ্রেড করা হয়েছে এই বিশাখাপত্তনমকে।

 

টেকনোলজিঃ

বিশাখাপত্তনমে ভারত তাদের নিজেদের তৈরি “হুমাসা”-এনজি সোনার ব্যাবহার করেছে। হুমাসা সোনার ভারত তাদের কলকাতা ড্রেস্টয়ারেও ব্যাবহার করেছে। এবং এতে ওয়েপন কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে নেদারল্যান্ডের তৈরি থ্যালস WCS।

রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে ইজরাইলের তৈরি ১টি EL/M-2248 MF-STAR মাল্টি ফাংশন সার্ভেইলেন্স রাডার, যেটি জাহাজ এবং আশেপাশের এলাকার সঠিক পরিস্থিতিগত ছবি তুলতে পারে।

 

এই নতুন রাডার সিস্টেম অনবোর্ড অস্ত্র সিস্টেমের জন্য কৌশলে তথ্য দেয়। জ্যামিং এর সময় দ্রুত হুমকিগুলি কার্যকরভাবে সনাক্ত করতে পারে। যার জন্য শক্তিশালি ইলেকট্রনিক চেঞ্জেবল আইমাইজার (ECCM) মাল্টি-বিম এবং পালস ডপলার উপর ভিত্তি করে। এটি জল এবং স্থলের জন্য উপযুক্ত। এই রাডার মাল্টি-ফাংশন সার্চ এবং টার্গেটিং অ্যাক্রেভিজেশন রাডার(এমএফ-স্টার) নামেও পরিচিত, এস-ব্যান্ড ফ্রিকোয়েন্সি পূর্ণ 360-ডিগ্রি কভারেজ করে। এই রাডার ২৫০ কি.মি এর ভিতরে ডিটেক্ট করতে পারে এবং উপরের দিকে ২৫,০০০ মিটারের ভিতরে ডিটেক্ট করতে পারে।

 

অস্ত্রঃ

  • ৭৬ মি.মি ৬২ ক্যালিবার এর একটি সুপার-রিপিড ডুয়েল ব্যারেলের লাইট-ওয়েট গান। যা দিয়ে পার-মিনিটে ১২০ রাউন্ড ফায়ার করা যায়।
  • ৪টি ৬ ব্যারেলের ৩০ মি.মি. একে-৬৩০ গান। যার রেঞ্জ ৫ কি.মি এবং পার-মিনিটে ৫,০০০ রাউন্ড ফায়ার করা যায়।
  • ২৪টি (LRSAM) স্যাম। যার রেঞ্জ ১২০ কি.মি। এটি ভারত এবং ইজরাইলের যৌথ প্রজেক্ট। একে আমেরিকার স্ট্যান্ডার্ড মিসাইল SM-2 হিসেবে উদ্দেশ্যে করা হয়।
  • ১৬টি BrahMos লং রেঞ্জ সুপারসনিক এন্টি-শিপ মিসাইল। যার রেঞ্জ ২৯০ কি.মি এবং স্পিড ম্যাক ২.৮।
  • ২টি Dhrub মাল্টি-রোল এবং মাল্টি-মিশন এয়ারক্রাফট।

 

এই ড্রেস্টয়ারে প্রধান টেকনোলেজি হিসেবে ভারত বেশিরভাগই বাইরের দেশের টেকনোলজি ব্যবহার করেছে।

যেমন: ইজরাইলের রাডার, নেদারল্যান্ডের ওয়েপন কন্ট্রোল সিস্টেম(WCS), রাশিয়ার গান। এখন পযন্ত এ ধরনের ওয়েপন তৈরিতে ভারত অনেক পিছিয়ে রয়েছে। তবে সব মিলে ড্রেস্টয়ারটি অসাধারন।

Facebook Comments

comments