FGM-148 Javelin হচ্ছে আমেরিকার তৈরী একটি অত্যাধুনিক এন্টি ট্যাংক গাইডেড মিসাইল।

বিখ্যাত আর্মস কোম্পানি রেথন মিসাইলস এবং লকহিড মার্টিন এর যৌথ প্রচেষ্টায় ১৯৮৯ সালে এর ডিজাইন করা হয় এবং ১৯৯৪ সালে একে তৈরী করা হয়। এরপর সকল পরীক্ষানিরীক্ষা শেষে ১৯৯৬ সালে একে সার্ভিসে নিয়ে আসা হয়।

এই মিসাইলটি কে বর্তমানে সার্ভিসে থাকা সবচেয়ে উন্নত ম্যানপোর্টেবল এন্টি ট্যাংক গাইডেড মিসাইল হিসেবে বিবেচনা করা হয়।

এটি একটি ফায়ার এন্ড ফরগেট টাইপের মিসাইল। এটির মাধ্যমে ২৫০০ মিটার দুরে থাকা যেকোনো এপিসি(APC), আইএফভি(IFV), এমবিটি(MBT), ছোট জলযান বা জাহাজ(Small Vessel), বাঙ্কার, বিল্ডিং ইত্যাদি ধ্বংস করা যায় এবং সর্বোচ্চ ১৬০ মিটার উপরে থাকা হেলিকপ্টারকে শুট ডাউন করা যায়।

ইরাক এবং আফগানিস্তানে এই মিসাইলের মাধ্যমে কিছু ট্যাংক এবং তালেবানী বাংকার গুড়িয়ে দেয়া হয়।

বর্তমানে সার্ভিসে থাকা যেকোনো এন্টি ট্যাংক গাইডেড মিসাইল এর মধ্যে এটি সবথেকে এডভান্সড। অর্থাৎ এর তুলনা করার মত কোনো এটিজিএম নাই। তবে ইজরাইলের স্পাইক এটিজিএম এর সমকক্ষ বলে মনে তারা দাবি করে।

বর্তমানে এই মিসাইল টি আমেরিকা সহ ২২ টি দেশের বাহিনীতে সার্ভিসে আছে।

এর বিবরণঃ

টাইপঃ এ.টি.জি.এম
ওরিজিনঃ আমেরিকা
মেনুফেকচারঃ রেথন মিসাইলস এবং
লকহিড মার্টিন
প্রোডাকশন ইয়ারঃ ১৯৯৪ সাল
সার্ভিস ইয়ারঃ ১৯৯৬ সাল
ওজনঃ ২২.৩ কিলোগ্রাম
ওয়্যারহেডঃ ৮.৪ কিলোগ্রাম
দৈর্ঘ্যঃ ১১০০ মি.মি
ব্যাসঃ ১২৭ মি.মি
ইঞ্জিনঃ সলিড ফুয়েল রকেট
রেঞ্জঃ ২৫০০ মিটার এবং উন্নত ভার্সন
৪৭৫০ মিটার।

কিছু ছবিঃ

FGM-148 Javelin ATGM

Soldier firing Javelin Anti Tank Guided Missile

FGM-148 Javelin ATGM

Soldier firing Javelin Anti Tank Guided Missile

FGM-148 Javelin ATGM

US Marines engage a Taliban position near the town of Marjah, Afghanistan

FGM-148 Javelin ATGM

US Army soldiers fire a Javelin Anti Tank Guided Missile during training

FGM-148 Javelin ATGM

Soldiers holding Javelin Anti Tank Guided Missile to fire

FGM-148 Javelin ATGM

A soldier holding Javelin Anti Tank Guided Missile

Facebook Comments

comments