গ্লেন মিলার তিনি ২য় বিশ্বযুদ্ধের অন্যতম কয়েকজন সফল পাইলটের একজন ছিলেন। গ্লেন মিলার একজন অত্যন্ত চতুর, কৌশলী এবং দক্ষ বৈমানিক হিসাবে আগে থেকেই সুনাম ছিল। তার আরেকটা পরিচয় ছিল তিনি ছিলেন একজন নামকরা মিউজিসিয়ান আমেরিকান এই পাইলট ২য় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি মিত্রবাহিনীর হয়ে ব্রিটেনে ছিলেন।

তো ১৫ ডিসেম্বর ১৯৪৪ ডিউটিতে থাকা অবস্থায় তার ডাক পরল বিমান নিয়ে ফ্রান্সে যেতে হবে।তো তিনি তার বিমান নিয়ে রওনা দিলেন যেহেতু ফ্রান্স যাবেন তাই তাকে ইংলিশ চ্যালেন অতিক্রম করতে হবে।

কিন্ত ইংলিশ চ্যালেনের মাঝামাঝি আসতেই তিনি নিখোঁজ হন। তবে তার বিমানটি যদি পানিতে পরে যেত তবে কোন কথা ছিল না স্বাভাবিক এত কাহিনীও হতো না। তার বিমান পানিতে না পরে আকাশ থেকেই নিখোঁজ হয়ে যায় বলে দাবী করে সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা।

তার বিমান আকাশ থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি সেখানে থাকা অনেকেই দেখেছেন। মাছ ধরার জেলে থেকে শুরু করে ব্যাটলশিপের দায়িত্বরত সেনারাও একই কথা বলেছেন। তাদের দাবী তারা নিজ চোখে দেখেছেন গ্লেন মিলারের বিমানটি আকাশে থাকা অবস্থায় অদৃশ্য হয়ে যায়!

তবে কেউ বিশ্বাস করেনি এই ঘটনা কিন্ত সেখানের প্রত্যক্ষদর্শী ছিল সংখ্যায় অনেক সবার চোখ কি আর ভুল দেখবে !

তবে উক্ত এলাকাতে প্রায় কয়েক হাজার উদ্ধারকারী তন্ন তন্ন করে খুঁজে বিমানের কোন চুল খুঁজে পায়নি। এত উদ্ধারকারী নিয়োগ করা হয়েছিল এই কারণে যেন এই রহস্য ভেদ করার জন্য কিন্ত তা বিফল হয়। শেষে সব ফেইল হয় আর ইংলিশ চ্যালেন এত বিশাল বড়ও নয়। ২য় বিশ্বযুদ্ধের পরেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বিমানের কোন অংশ পাওয়া যায় কিনা তার জন্য অভিযান পরিচালনা করা হয় কিন্ত তা সফল হয়নি।

এই বিষয়ে অনেক গবেষক বলেন এটি আসলে রহস্যময় গ্লেন মিলারের বিমান যদি পানিতে পরত তবে তা পাওয়া যেত কারণ আমরা উক্ত এলাকার কিছুই বাদ দেয়নি। আবার তিনি যদি বিমান নিয়ে পালিয়েও যেতেন তাও সম্ভব ছিলনা। আসলে তার এই ঘটনাটি একটি রহস্য।

তার এ অদৃশ্য হয়ে যাওয়া নিয়েও আছে অনেক অনেক কাহিনী। তবে তার মতন এত দক্ষ পাইলট এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তৎকালীন সময়ে ছিল অনেক আলোচিত ঘটনা।

Glenn Miller

The single engine NorseMan vanished with Glenn Miller

Facebook Comments

comments