ডাকোটা বা ডিসি-৩ বিমান ১৯৩৫ সালে আমেরিকার ম্যাগডোনাল অ্যান্ড ডগলাস কোম্পানির তৈরি।

যদিও তখন DC = Douglas Commercial অর্থ হতো। সে সময়ের একটি বিখ্যাত নির্ভরযোগ্য যাত্রীবাহী বিমান এটি। এই উড়োজাহাজটির পেছনের হ্যাচ (মালামাল ওঠানো-নামানোর দরজা) খুলে ফেলা হয়েছিল। এই বিমানটিকে পাঁচ হাজার পাউন্ড বোমা বহন করার উপযোগী করা হলেও এটির কারিগরি সীমাবদ্ধতার জন্য সার্বিকভাবে যুদ্ধের উপযোগী করে তোলা যায়নি। তবে এই বিমানটি যুদ্ধসামগ্রী ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থানে স্থানান্তর করার কাজ করত। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর বিভিন্ন যুদ্ধক্ষেত্র তদারকিতে ব্যবহৃত হয়েছিল এটি।

ডাকোটা বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুল খালেক, ক্যাপ্টেন আলমগীর সাত্তার(বর্তমানে লেখক) ও ক্যাপ্টেন আবদুল মুকিত। তিনজনই বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিমানও এটি। পরবর্তীতে একটি টেস্ট ফ্লাইটে তিনজন ক্রুসহ এই বিধ্বস্ত হয়।

কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশকে ডিসি-৩ বিমানের একটি রেপ্লিকা উপহার প্রদান করে যা এখন ঢাকার তেজগাঁওয়ে বিমান জাদুঘরে রাখা হয়েছে।

DC-3 Dakota

ডিসি-৩ ডাকোটা বিমানের সামনে বাংলাদেশ ও ভারতীয় এয়ারফোর্সের অফিসারগণ

DC-3 Dakota

বাংলাদেশ বিমানবাহিনীকে ডিসি-৩ বিমান হস্তান্তর

লেখাঃ নাজমুস সাকিব খান
সূত্রঃ ইন্টারনেট

Facebook Comments

comments