রাশিয়া ১৮৬৭ সালে তাঁদের নিজের অংশ আলাস্কাকে আমেরিকার কাছে ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি করে দেয় ! 

অনেকে ভাবছেন নিজের দেশের অংশ বিক্রি !!

হ্যাঁ অনেক দেশই তাদের বিশাল অংশ আরেক দেশের কাছে বিক্রি করেছিল। তবে রাশিয়ার আলাস্কা বিক্রির পিছনে ছিল ভিন্ন প্রেক্ষাপট।

আলাস্কা আমেরিকান মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কানাডার শেষে অবস্থিত ঠাণ্ডা এক যায়গা কিন্ত সম্পদে ভরপুর। তবে আলাস্কার একটি অংশে শুকনো মানে গরম সারা বছর থাকে। এর আয়তন প্রায় ৬ লাখ ৬৩ হাজার বর্গমাইল যা পাকিস্থান থেকেও বড় কিন্ত জনসংখ্যা অনেক কম মাত্র ৭ লক্ষ ৫০ হাজার !

এখন আসল ঘটনায় আসি আমেরিকায় ব্রিটিশ শাসন চলে গেলেও তা রয়ে গিয়েছিল আমেরিকার পাশের দেশ কানাডায়। আর কানাডার সীমান্তে অবস্থিত আলাস্কা। ব্রিটেন অনেক দিন ধরেই চাচ্ছিল সম্পদশালি আলাস্কাকে নিজের অধীনে নেওয়ার। 

এই নিয়ে রাশিয়া ও ব্রিটেন কয়েকটি যুদ্ধ হয় কিন্ত রাশিয়া ব্রিটেনের সাথে সুবিধা করতে পারছিল না। রাশিয়া বুঝতে পারলো আলাস্কা তাঁদের পক্ষে বেশীদিন রক্ষা করা সম্ভব হবেনা। তাঁরা সিদ্ধান্ত নীল এইভাবে ব্রিটেনের কাছে আলাস্কা হারিয়ে লজ্জিত হবার চাইতে বন্ধু দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। 

এর পিছনে আরো কারন ছিল। ব্রিটেন দীর্ঘদিন আমেরিকা শাসন করেছিলো । এবং সেখানে গণহত্যা ও কম করেনি। ফলে আমেরিকার সাথে ব্রিটেনের সম্পর্ক তখন ভাল ছিল না। তাই রাশিয়া চিন্তা করল আলাস্কা আমেরিকার কাছে বিক্রি করলে একদিকে অর্থ ও ব্রিটেনের সাথে শত্রুতাও শেষ হয়ে যাবে।

ফলে রাশিয়ার কাছ থেকে প্রস্তাব আসার পরে আমেরিকা আর দেরি করেনি। তৎকালীন সময়ে ৭.২ মিলিয়ন ডলারে কিনে নেয় আমেরিকা। আর আলাস্কা বিক্রি করে রাশিয়া সেই সময় তৃপ্তির ডেকুর তুললেও পরবর্তী সময়ে কোল্ড ওয়ারের সময় রাশিয়ার ভিতরে নজরধারি চালাত এই আলাস্কা থেকে যা এখন বিদ্যমান। আমেরিকার ও রাশিয়ার আগে সীমান্ত ছিল না একমাত্র যা আছে তা হচ্ছে এই আলাস্কা। 

তবে আলাস্কায় পূর্ণ স্বায়ত্ত শাসন বিদ্যমান। আমেরিকার অন্যতম ধনী প্রদেশ এই আলাস্কা। আলাস্কার নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে। এই নিরাপত্তা বাহিনীর সদস্য হবার জন্য আলাস্কার নাগরিক হতে হয়।

Alaska National Guard

ছবিতে আলাস্কার নিজস্ব নিরাপত্তা বাহিনী

Facebook Comments

comments