ইউ ঝু চীনের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন যুদ্ধবিমান জে-১০ এর পাইলট হয়ে। তার কঠিনতম যুদ্ধবিমানের পাইলট ও অসাধারণ স্কিল দেখানোর খবরে গোটা পশ্চিমা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল। তিনিই প্রথম নারী পাইলট যিনি চীনা বিমান বাহিনীর ‘আগস্ট ফার্স্ট’ অ্যারোব্যাটিক ডিসপ্লে দলের সদস্য ছিলেন।

চীনে মাত্র চারজন নারী ওই বিশেষ ধরনের উন্নতি প্রযুক্তির যুদ্ধ বিমান চালাতে পারতেন তার মাঝে ঝু ছিলেন সবচেয়ে এক্সপার্ট।

চীনের সিচুয়ান প্রদেশের মেয়ে ঝু ২০০৫ সালে পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্স বিভাগে যোগ দেন। সেখানেই ট্রেনিংয়ে অসাধারণ স্কিল দেখিয়ে চার বছর পর যুদ্ধবিমান চালানোর অনুমতি পান। সে সময় চীনের মাত্র ১৬ জন নারী যুদ্ধবিমান চালাতে পারতেন।
২০১২ সালের জুলাইয়ে দেশের প্রথম নারী হয়ে জে-১০ এর মত কঠিনতম যুদ্ধবিমানের চালক হওয়ার যোগ্যতা দেখান ঝু। কিন্ত তার সুখ বেশিদিন থাকেনি।

২০১৬ সালের ১৫ নভেম্বর দুপুরে মহড়ায় সময় দারুণ সব স্কিল দেখানোর পর একটা সময় ঝুয়ের বিমানের উইং এ আরেকটি বিমান ধাক্কা মারে এতে ঝু বিমানে কন্ট্রোল হারিয়ে ফেলেন তার সহকারি কো পাইলট নিরাপদে প্যারাসুটে ইজেক্ট করলেও ঝু অনেক চেষ্টা করেন বিমান কন্ট্রোল করার জন্য শেষে না পেরে তিনি ইজেক্ট করতে গেলেন ইজেক্ট করতে সফল ও হয়েছিলেন কিন্ত কপাল মন্দ থাকলে যা হয় ইজেক্ট করে বের হবার পরে সাথে থাকা আরেক বিমানের পাখায় মাথায় সোজারে আঘাত খেয়ে তিনি মাটিতে পরে যান মাথায় প্রচণ্ড আঘাতে তিনি সাথে সাথে কোমায় চলে যান পরে হাসপাতালে নেয়ার ৬ ঘণ্টা পরে ঝু মারা যান।

সুন্দরী থাকায় অনুগামীরা ইউ ঝু-কে সোনালি ময়ূরী নামে ডাকতেন।
আর এইভাবেই চীনা বিমান বাহিনীর ১ম এক্সপার্ট নারী পাইলটের অধ্যায় শেষ হয়।
Leave a Reply