মনের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো ভাষা। ভাষা আমাদের প্রাণ এই ভাষা দিয়েই আমরা যোগাযোগ করি একে অপরের সাথে এই ভাষা ব্যাবহার করার পাশাপাশি আমরা লিখি কবিতা, গল্প, গান এবং প্রকাশ করি আমাদের অনূভূতি। পৃথিবীতে মোট ৭,০০০ কথ্য ভাষা চালু রয়েছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা কোনটি?

ইউনেস্কো স্বীকৃত পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেনীয় ভাষা। কিন্তু বাংলা কেন এত মিষ্টি? কী এর রহস্য? বাংলা ভাষা কেন এত মিষ্টি সেটা জানার আগে আমাদের বাংলা ভাষার ইতিহাস জানা গুরুত্বপূর্ণ।

বাংলা ভাষার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই পৃথিবীর
সবচেয়ে পুরনো ভাষা হচ্ছে “সংস্কৃত” ভাষা। সংস্কৃত ভাষা প্রায় ৫,০০০ বছর পুরনো এবং বাংলা মূলত সংস্কৃত ভাষা পরিবারের সদস্য। বাংলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা তবে বাংলাদেশ ছাড়াও আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাষ্ট্রভাষার মধ্যে একটি বাংলা। এছাড়াও নেপাল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান, ত্রিপুরা, নিকোবর, ওড়িশা, মেঘালয় এবং আসামের কথ্য ভাষা হিসেবে বাংলা ব্যাহার করা হয়। বাংলা ভাষার স্থান  বিশ্বে ৬ষ্ঠ এবং বিশ্বব্যাপী মোট ভাষা ব্যবহারকারীর সংখ্যানুসারে বাংলা ভাষা ৭ম বৃহত্তম ভাষা। বিশ্বের ৩৪০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে।

আপনি অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা শুনেছেন জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু আপনি কি জানেন কেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস কেন পালন করা হয়? কিভাবে নির্ধারণ করা হলো এই দিনটি?

১৯৪৭ থেকে ১৯৫৬ বাংলাদেশে সংঘটিত হয়  সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। কারন শাসকগোষ্ঠীরা বাংলা ভাষাকে বাদ দিয়ে তাদের নির্ধারিত ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করলে বাংলাদেশের মানুষ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে এ ভাষার জন্য আন্দোলন শুরু করে। সে দিন পুলিশের গুলিতে প্রাণ হারায় সাধারন মানুষ। আর এই দিনটিকে বিশ্বের কাছে স্মরণীয় রাখতে জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখানেই শেষ নয়, বাংলা ভাষার জন্য স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছিলো বাংলাদেশকে এবং বাঙালি হচ্ছে একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছিলো। এ যুদ্ধে প্রান হারায় ৩ মিলিয়ন মানুষ এবং সম্ভ্রমহানী হয় ২০০,০০০ নারীর।

বাংলা ভাষা কেন এত মিষ্টি?

বাংলা ভাষা মিষ্টি হওয়ার অনেক কারন রয়েছে তবে এরমধ্যে অন্যতম হচ্ছে এ ভাষার অনন্য শব্দ।

শব্দসমৃদ্ধতাঃ বাংলা ভাষা অত্যন্ত শব্দসমৃদ্ধ।
এর শব্দভার অনেকটাই সুন্দর এবং মিষ্টি মনে হয়। এ ভাষার রয়েছে নিজস্ব শব্দ এবং নিজস্ব লিখন প্রনালী। এই ভাষার শব্দভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে এরকম অনন্য এবং মিষ্টি উচ্চারনের শব্দ পৃথিবীর অন্যকোন ভাষায় নেই।

উচ্চারণের মিষ্টি সুরঃ বাংলা ভাষার উচ্চারণ
অত্যন্ত মধুর এবং মিষ্টি, এ ভাষা শ্রণীকে মনোহর এবং সহজলভ্য ভাষা হিসেবে করে তোলে। বাংলা ভাষার উচ্চারণ মনোহর এবং সম্মোহনী। বাংলা ভাষার অনন্য শব্দ এবং এর উচ্চারনের কারনে অন্য যেকোন ভাষার চেয়ে বাংলা ভাষায় আরো পরিস্কার এবং আরো ভালোভাবে মনের ভাব প্রকাশ করা সম্ভব। বাংলা ভাষাকে সহজ করে তোলার জন্য একই উচ্চারনের মাঝে ভিন্নধর্মী বর্ণ রয়েছে।

উচ্চারণ সহজতাঃ বাংলা ভাষার উচ্চারণ সহজ এবং মধুর যা এটিকে মিষ্টি হওয়ার প্রধান কারণ করে। বাংলা ভাষায় কঠিন এবং টেনে টেনে উচ্চারণ করা এমন শব্দের পরিমান খুবই কম। শব্দের শেষে স্বরবর্ণের উপস্থিতি থাকায় এবং শব্দে স্বল্প এবং দীর্ঘ উচ্চারণের জন্য আলদা শব্দ থাকায় বাংলা ভাষা একটি অত্যাধুনিক স্বরভঙ্গি দেয়। যে কারণে এ ভাষা শুনতে মিষ্টি মনে হয়।

সাহিত্যিক ধারার ধনঃ বাংলা ভাষার ঐতিহাসিক সাহিত্যিক ধারার ধন ব্যক্তিগততার উপর প্রভাব ফেলেছে এবং এটিকে মিষ্টি হওয়ার একটি উচ্চতার দিক হিসেবে গড়ে উঠে। বাংলা ভাষা হচ্ছে কবির ভাষা এ ভাষা এতটাই মিষ্টি যে বাংলা ভাষায় কাব্য লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর।  বাংলাদেশের জাতীয় সংগীতের লেখক ও হলেন রবীন্দ্রনাথ। বাংলাদেশের পাশাপাশি রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সংগীতও  লিখেছিলেন। রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সংগীত লিখায় বাংলা ভাষা ব্যাবহার করেছিলেন কিন্তু  মজার ব্যাপার  ভারতের রাষ্ট্রভাষা কিন্তু  বাংলা নয় কিন্তু তবুও ভারত তাদের জাতীয় সংগীত বাংলা ভাষায় ব্যাবহার করে কারন এ ভাষা শুনতে খুবই মিস্টি।

কথ্যতাঃ বাংলা ভাষার কথ্যতা পরিষ্কার এবং সহজে বোঝা যায়, যার কারণে অন্য ভাষার তুলনায় মিষ্টি মনে হয়। এক গবেষণায় দেখা গিয়েছে যে বাংলা ভাষায় মানুষ যেভাবে নিজের মনের ভাব এবং আবেগ অনূভূতি গভীরভাবে প্রকাশ করতে পারে তা অন্য ভাষার চেয়ে অনেক বেশি এবং বোধগম্য। বাংলা ভাষার গান এবং কবিতার কথায় অন্য যেকোন ভাষার চেয়ে বেশি অর্থমূলক শব্দ রয়েছে। যার জন্য বাংলা ভাষাকে আরো জীবন্ত বলে মনে হয়।

কাল্পনিক ভাবনাঃ বাংলা ভাষায় আরো পরিস্কারভাবে নিজের কাল্পনিক ভাব প্রকাশ করা সম্ভব। আমরা অনেক সময় অনেক কিছু কল্পনা করি কিন্তু সমসময় আমরা তা ভাষায় প্রকাশ করতে পারিনা কিন্তু বাংলা ভাষায় এ ভাবনা প্রকাশ করা সম্ভব কারন এর অনন্য শব্দ ভান্ডারের জন্য তাই এটি এ ভাষা মিষ্টি হওয়ার প্রধান কারণের মধ্যে একটি

Facebook Comments

comments