Type 054A ক্লাসের ফ্রিগেট গুলি চায়নার তৈরি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট। চায়না ২০০৮ সালে প্রথম ফ্রিগেট গুলি সার্ভিসে আনে এখন পর্যন্ত ২২ টি তাদের বহরে যুক্ত করেছে।

বাংলাদেশ সরকার নেভিকে ৫২০+ মিলিয়ন ডলার দিয়েছে অত্যাধুনিক ২ টি ফ্রিগেট কেনার জন্য বাংলাদেশ যেহেতু চায়না থেকে বেশি পরিমান যুদ্ধ জাহাজ কিনে তাই মাল্টিরোল হিসাবে চাইনিজ Type 054A কিনার সম্ভবনা বেশী ।
স্টিলথ ডিজাইনের এই ফ্রিগেডের ওজন ৩৬০০ টন খালি অবস্থায় আর ফুল লোড অবস্থায় ৪১০০ টন

দৈর্ঘ্য – ১৩৪.২ মিটার

প্রস্থ – ১৬ মিটার

গতি – ৩০ নট বা ৫৫ কিলোমিটার

অপারেশন রেঞ্জ – ১৪৫০০ কিলোমিটার

শক্তির উৎস ৪ টি ইউক্রেনের তৈরি চাইনিজ আপগ্রেড করা CODAD ইঞ্জিন।
চাইনিজ এই গাইডেড মিসাইল ফ্রিগেডের ন্যাটো কোড নেম হল জেইয়াংখাই -২

এতে উন্নত ২ টি CIWS সিস্টেম , লাইটার মেইন গান, সার্ফেস টূ এয়ার মিসাইল ।

HQ-16 সার্ফেস টূ এয়ার মিসাইল

ডূয়াল ৭৬ এম এম ক্যানন

৩২ সেল VLS

Yu-83 এন্টি সাবমেরিন রকেট লাঞ্চার C-803 এন্টি ক্রুস মিসাইল

২৪০ এম এম এন্টি সাবমেরিন রকেট লাঞ্চার

YU-7 টর্পেডো লাঞ্চার সহ ১ টি রাশিয়ান Kamov Ka-28 বা চাইনিজ Harbin Z-9C হেলিকপ্টার বহন করা যায়

অত্যাধুনিক সেন্সর ও রাডার হিসাবে আছে 3D এয়ার সার্চ রাডার, ফায়ার কন্ট্রোল রাডার, শ্যাম ফায়ার কন্ট্রোল রাডার, MGK-335 সোনার সিস্টেম, Type 922-1 রাডার রিসিভার, Kashtan-3 মিসাইল জ্যামার, ASW ওয়ারফেয়ার।

এর এক একটির দাম ২৫২ মিলিয়ন ডলার।

আরো কয়েকটি ছবিঃ

Type054A

Type 054A in Sea

Type054A

Type 054A Firing seen

Type054A

Type 054A in Sea

Facebook Comments

comments