ফ্রিগেট হলো কোনো দেশের নৌবাহিনীর এক অপরিহার্য যুদ্ধজাহাজ। পৃথিবীর প্রায় সব দেশের নৌবাহিনীতেই এই ধরনের যুদ্ধজাহাজ সার্ভিসে আছে। এই ধরনের যুদ্ধজাহাজ গুলো সাধারণত দৈর্ঘ্যে ১০০ মিটার থেকে ১৪৫ মিটার এবং ওজনে ২৫০০ থেকে ৬৯০০ টন পর্যন্ত হয়ে থাকে। ফায়ার পাওয়ারের দিক থেকে এগুলো সাধারণত মাঝারি ধরনের। তবে কিছু ফ্রিগেটের ফায়ার পাওয়ার অনেক বেশি, তাই সেগুলোকে হেভি ফ্রিগেট বা লাইট ডেস্ট্রয়ার বলা হয়।

আজকে আলোচনা করা হয়েছে বিশ্বের মোস্ট এডভান্সড ৫ টি ফ্রিগেট নিয়ে। এগুলোর ফায়ারপাওয়ার, নজরদারী করার ক্ষমতা, হামলা মোকাবেলা করার ক্ষমতা ও বিভিন্ন দিক বিবেচনা করে এগুলোকে ধারাক্রমে সাজানো হয়েছে।

চলুন দেখে নেয়া যাক,

 


৫. Alvaro Bazan Class (স্পেন)

এটি স্পেনের তৈরিকৃত একটি অত্যাধুনিক এন্টি-এয়ার ওয়্যারফেয়ার ফ্রিগেট। এটি বর্তমান বিশ্বের এডভান্সড এয়ার ডিফেন্স ফ্রিগেট গুলির মধ্যে একটি। এটি সাধারণত স্প্যানিশ নৌ-বহরকে এসকর্ট করতে তৈরি করা হয়েছে। কিন্তু এতে অত্যাধুনিক কমান্ড সিস্টেম থাকায় এটি প্রয়োজনে কম্ব্যাট গ্রুপের মধ্যে ফ্ল্যাগশীপ হিসেবে ব্যবহার করা যাবে। তাদের ফ্লিটে বর্তমানে মোট ০৫ টি এই ফ্রিগেট সার্ভিসে আছে। ভার্সন ভেদে প্রতি ইউনিটের মুল্য $৬০০ মিলিয়ন থেকে $১.১ বিলিয়ন।

 

প্রপালশন & এন্ডুরেন্সঃ

এটি দৈর্ঘ্যে ১৪৬.৭ মিটার, বীম ১৮.৬ মিটার, ড্রাফট ৪.৮ মিটার। ৬ হাজার ৩০০ টনের এই ফ্রিগেটটিতে ৪ টি কম্বাইন্ড গ্যাস এবং ডিজেল জেনারেটর আছে যা একত্রে ৪৪ মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এটি ৪৮ জন নেভাল অফিসার সহ মোট ২৬০ জন নৌসেনা ও প্রয়োজনীয় রসদ সামগ্রী নিয়ে সর্বোচ্চ ৫৩ কিলোমিটার গতিতে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করতে পারে।

Nimitz Class ক্যারিয়ারের পাশে Alvaro De Bazan ক্লাস ফ্রিগেট

 

সেন্সরসঃ

  • এতে প্রাইমারী রাডার হিসেবে আছে একটি SPY-1D PESA রাডার সাথে আমেরিকার প্রথম সারির AEGIS কমব্যাট সিটেম। এটি ৩০০ কিলোমিটার দূরের এয়ার টার্গেট কে ডিটেক্ট করতে পারে। পাশাপাশি এর স্যাম গুলোকেও গাইডেন্স প্রদান করতে পারে। এর অন্যান্য এয়ার ডিফেন্স মিসাইল গুলোকে গাইডেন্স প্রদান করার জন্য আছে ২ টি SPS-62s রাডার।
  • বিভিন্ন সার্ফেস টার্গেটগুলোকে ডিটেক্ট করার জন্য এতে আছে একটি SPS-67 সার্ফেস সার্চ রাডার।
  • সমুদ্রের গভীরে সাবমেরিন ডিটেক্ট করার জন্য আছে একটি বো মাউন্টেড একটিভ প্যাসিভ সোনার।

 

আর্মামেন্টঃ

127mm MK45 Main Gun

  • ১টি ১২৭ মি.মি. Mk-45 নেভাল গান, যা সর্বোচ্চ ২৩ কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুলভাবে ফায়ার করতে সক্ষম।
  • ৩২ টি SM-2MR Block II সার্ফেস-টু-এয়ার মিসাইল; যার রেঞ্জ ১০০+ কিলোমিটার।
  • ৬৪ টি SeaSparro এয়ার ডিফেন্স মিসাইল, যার রেঞ্জ ৫০ কিলোমিটার।
  • এন্টি-শীপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসেবে আছে ৮ টি হারপুন ক্রুজ মিসাইল, যার রেঞ্জ ১২০+ কিলোমিটার।
  • ৪ টি ৩২৪মি.মি. টর্পেডো লাঞ্চার যার সাহায্যে সমুদ্রের গভীরে সাবমেরিন ধ্বংস করার টর্পেডো ছোড়া হয়।
  • এটি একটি Seahawk হেলিকপ্টার বহন করতে পারে, যা এন্টি-সাবমেরিন ওয়্যারফেয়ারে ব্যবহার করা হয়।

 

 

৪. Huitfeldt Class (ডেনমার্ক)

এই ফ্রিগেট গুলো রয়েল ডেনিশ নেভির একটি অত্যাধুনিক ফ্রিগেট। রয়েল নেভির ওডেন্স শিপইয়ার্ডে এই ফ্রিগেট গুলো তৈরী করা হয়েছে। ২০০৮ থেকে ২০১২ এর মধ্যে তাদের শিপইয়ার্ডে এরকম ৩ টি ফ্রীগেট তৈরী করা হয় এবং সবগুলো ২০১৩ সালে সার্ভিসে আসে।

 

প্রপালশন & এন্ডুরেন্সঃ

এই ফ্রিগেটগুলোর ওজন ফুল লোডেড অবস্থায় ৬৬৪৫ টন, দৈর্ঘ্য ১৩৮.৭ মিটার, বীম ১৯.৭৫ মিটার, ড্রাফট ৫.৩ মিটার। এই হুইটফেল্ডট ফ্রিগেটগুলো একবার ফুয়েল নিয়ে ৩০ নট গতিতে ১৭২০০ কিলোমিটার পাড়ি দিতে পারে। এবং ১১৭ জন ক্রু সহ মোট ১৬৫ জন নৌ-সদস্য এবং প্রয়োজনীয় রসদ নিয়ে দীর্ঘদিন সমুদ্রে কাটাতে পারে।

 

সেন্সরসঃ

Closer View Of Smart -L Radar

দীর্ঘ পরিসীমায় নজরদারী চালাতে একটি স্মার্ট-এল রাডার আছে, তাছাড়া একটি মাল্টিফাংশনাল রাডার, নেভিগেশন রাডার এসএএবি এর তৈরী একটি ইলেক্ট্রনিক ওয়্যারিং এবং একটি ফায়ার কন্ট্রোল রাডার যা অধিক দূরেও নির্ভুল ভাবে টার্গেটে হামলা করতে ব্যাবহার করা হয়। সমুদ্রের গভীরে সাবমেরিন খোঁজার জন্য রয়েছে একটি হাল মাউন্টেড সোনার।

 

প্রটেকশনঃ

এই ফ্রিগেটে একটি ১২ ব্যারেলের ১৩০মি.মি. ডেকয় লাঞ্চার যা ৩৬০ ডিগ্রী কোণে ফ্রিগেট টি কে এন্টি-শিপ মিসাইল ও বিভিন্ন ধরনের হামলা থেকে রক্ষা করবে। তাছাড়া সুইজারল্যান্ড এর তৈরী একটি অত্যাধুনিক ৩৫ মি.মি. ক্লোজ ইন ওয়েপন সিস্টেম আছে।

 

আর্মামেন্টঃ

MK-41 VLS

এই ফ্রিগেটে Lockheed Martin এর তৈরী একটি মাল্টি-মিসাইল ভার্টিকেল লাঞ্চ সিস্টেম আছে যেটি বিভিন্ন প্রকার এন্টি-শিপ, এন্টি-এয়ারক্রাফট ও এন্টি-সাবমেরিন মিসাইল ছুড়তে পারে।

  • ৩২ টি SM2 3A এন্টি এয়ারক্রাফট মিসাইল।
  • ১৬ টি Harpoon Block-3 এন্টিশিপ/ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল।
  • দুটি টর্পেডো লাঞ্চার (টর্পেডোর সংখ্যা অজানা)
  • দুটি ৭৬ মি.মি. অটোমেলারা নেভাল গান।
  • এই ফ্রিগেটে একটি হেলিপ্যাড আছে যা একটি Super Lynx হেলিকপ্টার বহন করে।

 

 

৩. Zeven Provincien Class (নেদারল্যান্ড)

এই ফ্রিগেট গুলো এডভান্সড এয়ার ডিফেন্স ফ্রিগেট হিসেবে নেদারল্যান্ডস রয়েল নেভিতে যুক্ত আছে। এটি রোল এবং মিশনের দিক থেকে জার্মান Sachesen ক্লাস ফ্রিগেট গুলোর সমমানের। এগুলোর প্রতি ইউনিটের মূল্য পায় $৮১৬ মিলিয়ন।

 

প্রপালশন & এন্ডুরেন্সঃ

এই ফ্রিগেট গুলোতে ডিজেল এবং গ্যাস উভয় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে ৪ টি ডিজেল টারবাইন আছে যা প্রত্যেকটি ১৬৫০ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম।এটি সাধারণত দৈর্ঘ্যে ১৪৪.২ মিটার, বীম ১৮.৮ মিটার, ড্রাফট ৫.২ মিটার। এবং এটি ফুল লোডেড অবস্থায় ৬০৪৪ টন, গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি ৩২ জন নেভি অফিসার সহ মোট ২০২ জন নৌ-সেনা ও প্রয়োজনীয় রসদ সামগ্রী নিয়ে দীর্ঘদিন সমুদ্রে কাটাতে পারে।

 

সেন্সরসঃ

  • একটি Thales SMART -L 3D সার্চ রাডার।
  • একটি Thales APAR ফায়ার কন্ট্রোল রাডার।
  • একটি I-BAND THALES SCOUT এবং দীর্ঘ পরিসীমায় নজরদারী চালাতে একটি IRST সার্চ & ট্র্যাকিং রাডার আছে।
  • একটি এটলাস ইলেক্ট্রনিক্স এর হাল মাউন্টেড সোনার আছে, এটির কাজ সমুদ্রের গভীরে সাবমেরিন ডিটেক্ট করা।

 

আর্মামেন্টঃ

Westland Lynx

  • একটি ১২৭ মি.মি. অটো মেলারা নেভাল গান।
  • ৪টি ১২.৭ মি.মি. হেভি মেশিনগান।
  • ৬টি ৭.৬২ মি.মি. এফএন ম্যাগ হেভি মেশিনগান।
  • বিশ্বখ্যাত ২টি গোলকিপার CIWS.
    ৮টি হারপুন এন্টিশীপ/ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল।
  • ৩২ টি RIM-66 স্ট্যান্ডার্ড স্যাম, রেঞ্জ ১৫০+ কি.মি.।
  • ৩২ টি RIM-162 Seasparrow স্যাম।
  • Mark-32 টর্পেডো ৪ টি এবং Mark-46 টর্পেডো ১২ টি।
  • একটি Lynx হেলিকপ্টার

 

 

২. Sachsen Class Frigate (জার্মানি)

এটি জার্মানীর তৈরী একটি অত্যাধুনিক এন্টি-এয়ার ওয়্যারফেয়ার ফ্রিগেট। এটি বিশ্বসেরা হাইলি এডভান্সড এন্টি এয়ার ডিফেন্স ফ্রিগেট গুলোর মধ্যে অন্যতম। এই ফ্রিগেট টির মাধ্যমে জার্মান বহরে থাকা Lutjens ক্লাস কে রিপ্লেস করা হয়েছে। এটি সাধারণত জার্মান ফ্লিটকে মিসাইল এবং এয়ার এটাল থেকে সুরক্ষা প্রদান করতে তৈরি করা হয়েছে। এই ফ্রিগেট টি রাডার-সেন্সর, অস্ত্রশস্ত্রের দিক হতে Iver Huitfeldt Class এবং De Zeven Provincien ক্লাস ফ্রিগেট গুলোর সাথে প্রায় হুবহু মিল আছে কিন্তু এই ফ্রিগেট টি অন্যান্য ফ্রিগেট গুলোর তুলনায় বেশি অর্থাৎ ২ টি হেলিকপ্টার বহন করতে পারে। জার্মান নেভিতে মোট ৩ টি সাক্সেন ক্লাস ফ্রিগেট সার্ভিসে আছে।

 

প্রপালশন & এন্ডুরেন্সঃ

এই ফ্রিগেট টি সাধারণত দৈর্ঘ্যে ১৪৩ মিটার, বীম ১৭.৪ মিটার, ড্রাফট ৬ মিটার এবং ওজন ৫ হাজার ৮ শত টন। এতে ১ টি গ্যাস এবং ২ টি ডিজেল এর মোট তিনটি কম্বাইন্ড জেনারেটর আছে যা একত্রে মোট ৩৯ মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে পারে এবং ২৪৩ জন নেভাল পার্সোনাল ও প্রয়োজনীয় রসদ সামগ্রী নিয়ে ৫৬ কিলো গতিতে দীর্ঘদিন সমুদ্রে নজরদারী চালাতে সক্ষম।

 

সেন্সরসঃ

Thales Smart L Radar

প্রধান রাডার হিসেবে আছে একটি 4-Faced APAR মাল্টিফাংশনাল রাডার। এই মাল্টিফাংশনাল রাডার টি ৩৬০° তে টার্গেট ডিটেক্ট এবং এঙ্গেইঞ্জ করতে পারে।

একটি Thales SMART-L রাডার, যা অধিক দূরত্বে সর্বোচ্চ ১৫০০ এরিয়াল টার্গেট নিখুঁত ভাবে সনাক্ত করতে পারে এবং সবগুলোকেই সাধারণত সংকেত প্রদান করতে পারে। এই রাডার টি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরের ব্যালেস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে।

সমুদ্রের গভীরে সাবমেরিন ডিটেক্ট করার জন্য আছে একটি এটলাস বো মাউন্টেড সোনার।

 

আর্মামেন্টঃ

76mm Oto Melara

  • মেইন গান হিসেবে আছে একটি 76mm Oto Melara নেভাল গান, সাথে সেকেন্ডারি গান হিসেবে আছে ২টি ২৭ মি.মি. অটোক্যানন।
  • এন্টি-এয়ার ওয়্যারফেয়ার এর জন্য আছে ২৪ টি RIM-66 স্যাম, যার রেঞ্জ ১৫০+ কি.মি.।

    ESSM Launching

  • মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম হিসেবে আছে ৩২ টি সি-স্প্যারো মিসাইল। যার রেঞ্জ ৫০ কি.মি.
  • তৃতীয় স্তরের স্যাম হিসেবে আছে ৪২ টি RAM মিসাইল, যার রেঞ্জ ১০ কি.মি.
  • এন্টি-শীপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল হিসেবে আছে ৮ টি হারপুন ক্রুজ মিসাইল।
  • সমুদ্রের গভীরে সাবমেরিন ধ্বংস করার জন্য ২ টি লাঞ্চারে অজানা সংখ্যক লাইট ওয়েট টর্পেডো।

    NH90 Helicopter

  • ২ টি NH90 হেলিকপ্টার।

 

 

১. Admiral Gorshkov Class (রাশিয়া)

রাশিয়ার তৈরি গরস্কোভ ক্লাস ফ্রিগেট গুলো বিশ্বের সব থেকে হাইলি এডভান্সড গাইডেড মিসাইল ফ্রিগেট। এটাকে ফ্রিগেট বললে ভুল হবে কারন এটি একটি অস্ত্রের বৃহৎ গুদাম। যার কারনে একে বিশ্বসেরা ৫ টি ডেস্ট্রয়ারের মধ্যে একটি বিবেচনা করলে ভুল হবে না। এটিকে হাইলি এডভান্সড রাডার-সেন্সর, অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে একে সমুদ্রের দানবে রুপান্তর করা হয়েছে।

বিশ্বসেরা অন্যান্য ফ্রিগেট গুলোতে কোনো না কোনো কিছুর ঘাটতি আছেই, যেমন: সেকেন্ডারি রাডার, ল্যান্ড এটা, এন্টি-এয়ারফেয়ার, এন্টি সাবমেরিন ওয়্যারফেয়ার ক্যাপাবিলিটি ইত্যাদি। কিন্তু এই দানবে প্রায় কোনো কিছুরই ঘাটতি লক্ষ করা যায়না। এটি একই সাথে এন্টি-এয়ার ওয়্যারফেয়ার, ল্যান্ড এটাক এবং সাবমেরিন ওয়্যারফেয়ারে সমান পারদর্শী। বর্তমানে তাদের নেভিতে ২ টি একটিভ আছে এবং ৩ টি সেইন্ট পিটার্সবার্গ শীপইয়ার্ডে নির্মাণাধীন। রাশান নেভির জন্য এই ফ্রিগেট মোট ৩০ টি তৈরী করা হবে।

 

প্রপালশন & এন্ডুরেন্সঃ

এটি সাধারণত দৈর্ঘ্যে ১৩৫ মিটার, বীম ১৫ মিটার, ড্রাফট ৪.৫ মিটার এবং ওজন ৫ হাজার ৪০০ টন। এতে ২ টি ডিজেল এবং ২ টি গ্যাস টারবাইন আছে যা একত্রে ৪৯ মেগাওয়াট শক্তি উৎপন্ন করে এবং ২০৮ জন নৌসেনা ও প্রয়োজনীয় রসদ সামগ্রী নিয়ে একটানা দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করতে পারে।

 

সেন্সরসঃ

Furke Search Radar

একটি মাল্টিফাংশনাল S Band AESA রাডার আছে যা এরিয়াল এবং সার্ফেস টার্গেট গুলোকে সুক্ষ ভাবে ডিটেক্ট করার পাশাপাশি ফ্রিগেটটির স্যাম গুলোকে গাইডেন্স প্রদান করে। এবং এর সাথে একটি Furke-4 সার্চ রাডার আছে যার সহায়তায় টার্গেট গুলোকে নিখুঁত ভাবে ডিটেক্ট ও লক করে থাকে।

এন্টি-শীপ মিসাইল গুলোকে গাইডেন্স প্রদান করার জন্য একটি Monolit 34k1 রাডার আছে। যা বিভিন্ন সার্ফেস টার্গেট গুলোকেও ডিটেক্ট করতে পারে।

সমুদ্রের গভীরে নিখুঁত ভাবে সাবমেরিন ও ইনকামিং টর্পেডো কে ডিটেক্ট করার জন্য ২ টি হাইলি এডভান্সড সোনার আছে।

 

আর্মামেন্টঃ

130mm Naval Gun

  • এই ফ্রিগেটে একটি ১৩০ মি.মি. A-192 নেভাল গান আছে, যা এর টার্গেটে নিখুঁত ভাবে প্রতি মিনিটে ৪৫ টি প্রজেক্টাইল ফায়ার করতে সক্ষম।
  • এন্টিশীপ মিসাইল হিসেবে ভার্টিক্যাল লাঞ্চ সিস্টেমে ১৬ টি P-800 Oniks ক্রুজ মিসাইল আছে, যা সর্বোচ্চ ৫৪০ কিলোমিটার দূরের কোনো জাহাজ কে ডুবিয়ে দিতে যথেষ্ট।

    ক্যালিবারের এক বংশধর

  • লং রেঞ্জ ল্যান্ড এটাক ক্রুজ মিসাইল হিসেবে আছে ক্যালিবার ফ্যামিলির Kalibr NK ক্রুজ মিসাইল। এর কনভেনশনাল/নিউক্লিয়ার ওয়্যারহেড সর্বোচ্চ ২৫০০ কিলোমিটার দূরের কোনো টার্গেট কে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম।
  • এন্টি-এয়ার ওয়্যারফেয়ার এর জন্য এতে ৩২ টি S-400 সিরিজের (Naval Version) স্যাম আছে, যেগুলোর রেঞ্জ ৪০-১২০ কিলোমিটার।
  • সমুদ্রের গভীরে সাবমেরিন ধ্বংস করা ও ইনকামিং টর্পেডো কে ইন্টারসেপ্ট করার জন্য এতে ৮ টি ৩৩০ মি.মি. টর্পেডো টিউব আছে।
  • এতে ২ টি ৩০মি.মি. ক্লোজ ইন ওয়েপন সিস্টেম(CIWS) সাথে ২ টি ১৪.৫ মি.মি. হেভি মেশিনগান আছে, যা ক্লোজ রেঞ্জে থাকা নেভাল ভেসেল, ইনকামিং মিসাইল কে ধ্বংস করতে পারে।

  • এই ফ্রিগেটে একটি হ্যাঙ্গার আছে যেখানে একটি Ka-27 হেলিকপ্টার বহন করা যায়। এটি সাধারণত দূরের এন্টি-সাবমেরিন মিশনে ব্যবহার করা হয়।

 

Facebook Comments

comments