হারকাস হলো তুরস্কের তৈরি বেসিক ট্রেইনার ও লাইট এটাক এয়ারক্রাফট।

ব্রাজিলিয়ান সুপার টুকানোর সাথে এটির অনেক মিল আছে। এর ককপিটের এভিওনিক্স এফ-১৬ বিমানের। প্রতিকূল আবহাওয়ায় পারফর্ম করার মত করে একে বানানো হয়েছে। যা কিনা অপরিণত রানওয়ে, রাস্তা, খোলা মাঠ এমনকি কাদামাটির মাঝেও ল্যান্ডিং ও টেকঅফ করতে পারে।

এই বিমানে রয়েছে হাই রেজুলেশন ইনফ্রারেড ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার/ডেজিগনেটর, লেজার স্পট ট্র্যাকার, কালার ডে টিভি ক্যামেরা, স্পটার টিভি ক্যামেরা।

বেসিক ট্রেনিং এর পাশাপাশি একে গ্রাউন্ড অ্যাটাক ও মেরিটাইম বিমান হিসেবে ও ব্যবহার করা হয়।

অর্থাৎ, আর্মি, নেভী, এয়ার ফোর্স তিনটি বাহিনীর কাজেই এটি সমান উপযোগী। এটি প্রায় ১১ কি.মি. উচ্চতায় উড়তে পারে, আর এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৫৭৪ কি.মি. এবং রেঞ্জ প্রায় ১৮০০ কি.মি.।

এটি ১.৫ টন লোড নিতে পারে যা একটি চাইনিজ এটাক হেলিকপ্টারের লোডের সমান।

 

অস্ত্র হিসেবে এতে আছে,

  • ১ টি ১২.৭ মি.মি. হেভী মেশিনগানের সাথে ২০ মি.মি. গান পডস।
  • ৪ টি UMTAS এন্টি ট্যাংক গাইডেড মিসাইল। যার রেঞ্জ ৮ কি.মি।
  • ৮ টি রকেটসান সিরিট এন্টি আর্মর গাইডেড রকেট। যার রেঞ্জ ৮ কি.মি।
  • ২ টি ল্যান্ড এটাক গাইডেড বোম্ব(১৫ কি.মি.) বহন করতে পারে।

 

অর্থাৎ, গ্রাউন্ড সাপোর্টে এই বেসিক ট্রেইনারের ক্ষমতা কিছু কিছু জেট ট্রেইনারের চেয়েও বেশী। আর সমীহ করার বিষয় হলো, এই বিমানের রকেট, মিসাইল, গ্রাউন্ড এটাক বোম্ব সবই গাইডেড। অর্থাৎ, এটি টার্গেটের উপর নিখুঁত হামলা চালাতে পারবে।

Facebook Comments

comments