ফ্লোরিডার key west আইল্যান্ডে প্রতিবছর মার্কিন সেনারা মহড়া করে থাকে। স্থানীয় সরকারকে মহড়ার পূর্বে প্রতিবছর জানানো হয় কিন্তু একবার ভুলক্রমে তারা মহড়ার কথা জানাতে ভুলে গেলো।
মার্কিন সৈন্যরা আসলে তাই স্থানীয় সরকার তাদের বিদেশী দখলদার রাষ্ট্রের সৈন্য ভেবে জনগণকে তাদের প্রতিহত করার নির্দেশ দেয়।
তারা স্থানীয় জনগণকে পরামর্শ দেয় শত্রুসৈন্যদের উপর রুটি নিক্ষেপ করতে ও তাদের বাসার পানি দ্বারা ভিজিয়ে দিতে। এছাড়াও স্থানীয় জনগণ ছোটখাটো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে।
ফলাফল…
মার্কিন সেনারা ২ দিন পর স্থানীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে !
লেখায়ঃ আব্দুল্লাহ আল জুবায়ের
Leave a Reply