SR-71 গোয়েন্দা বিমান মার্কিনদের তৈরি করা একটা কিংবদন্তী বিমান বলা চলে। ৬০ এর দশকে মার্কিনীদের তৈরি এমন এক অত্যাধুনিক বিমান ছিল যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে অনেক ভুগিয়েছে। সোভিয়েত এর কাছে বা কাছাকাছি কোন কাউন্টার করার মত কোন কিছুই তৈরি করতে পারেনি সেই সময় !

এর এত বিশাল গতি ছিল যে সবাই একে দূর আকাশের ভিনগ্রহীদের বিমান ভেবে ভুল করত, কারণ মার্কিন সরকার এর কোন কিছুই ফাঁস করেনি ও স্বীকার করেনি যে এটা তাঁদের তৈরি কোন বিমান !

কিন্ত শুনলে অবাক হবেন SR-71 গোয়েন্দা বিমান তৈরি করতে মার্কিনীরা এর প্রধান উপকরন সংগ্রহ করে নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে !

আসলেই তাই হয়েছিল কারণ এই বিমান তৈরি করতে দরকার ছিল মূল্যবান ধাতু টাইটেনিয়াম আর এই টাইটেনিয়াম সংগ্রহ করেছিল সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার বিভিন্ন খনি হতে !

যার সম্পূর্ণ অবদান ছিল আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইয়ের। বলা যায় এটি একটি সফল মিশন যা রাশিয়ার কেজিবি টের তো পাইনি বরং সন্দেহ ও করেনি !

SR-71 যদি পূর্ণ গতিতে ছুটতো তবে তার গতি ছিলো ৩৫৪০ km/h বা ম্যাক ৩.৩। এছাড়া এর সার্ভিস সিলিং ছিল ৮৫ হাজার ফুট।

এত উচ্চতা ও গতির কারণে তখন বায়ুর সাথে বডির ঘর্ষনে তাপমাত্রা পৌছে যেত, ৯০০° ফারেনহাইটের মত ! এত তাপ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব তাই এই সমস্যা সমাধানের জন্য গবেষকেরা এসআর ৭১ এর ফুলবডি দামি টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরির সিদ্ধান্ত নেন৷

কিন্তু এখানে ছিল বিশাল সমস্যা। যার মধ্যে প্রধান ছিল, তখন আমেরিকায় যেসব খনিতে টাইটেনিয়াম ছিল সেসব ছিল আকরিক অবস্থায় এবং বিমানের বডি তৈরিতে যে সকল গুনাবলির দরকার ছিল তা ছিল না মানে এক কথায় নিম্নমানের টাইটেনিয়াম কিন্ত সেই সময় প্রয়োজনীয় গুণমান সম্পন্ন টাইটেনিয়াম ছিল সোভিয়েত ইউনিয়নে ও কিউবায় কিন্ত কিউবায় যাওয়াটা ছিল ঝুঁকিপূর্ণ। কারণ কিউবার সাথে আমেরিকার সম্পর্ক ভাল ছিল না। ফলে পেন্টাগন নজর দিল সোভিয়েত ইউনিয়নের দিকে দায়িত্ব দেয়া হয় CIA কে।

CIA এক বিশাল চাল চাললো যেন রাশিয়া ভুলেও সন্দেহ না করে। তারা বড় বড় বিজনেসম্যানদের সাহায্য নিল ও সোভিয়েতে থাকা এজেন্ট ও স্যাটেলাইট সাহায্য নিয়ে তারা শনাক্ত করল কোথায় কোথায় টাইটেনিয়ামের খনি আছে।

CIA তো সরাসরি রাশিয়াতে ডুকতে পারবেনা। তাদের প্ল্যান দরকার তাই তারা ইউরোপের সোভিয়েতের পাশের দেশগুলিতে সেইসব বিজনেসম্যানদের দিয়ে সীমান্ত এলাকাতে কিছু নকল প্রোজেক্ট আর শিল্পপ্রতিষ্ঠান দাড় করালো, যেসব কাজ করতে টাইটেনিয়াম প্রয়োজন৷ সেখানে তারা খনি ও তাঁর সাথে সংশ্লিষ্ট কাজ করত এবং এক সময় সোভিয়েত সরকারকে লোভনীয় প্রস্তাব করে সোভিয়েত সরকার খরচ বাঁচাতে ও তাদের পশ্চিমা দেশের বিজনেসম্যানদের মনে করে নিজ দেশের খনিগুলোতে কাজের অনুমতি দেয় !

তারপর সোভিয়েত সরকারের সামনে মুলা ঝুলিয়ে নকল প্রোজেক্ট গুলো দেখিয়ে টাইটেনিয়াম অনেক দামে কিনতে শুরু করল৷ এরপর এসব টাইটেনিয়াম সাধারণ কার্গো জাহাজে করে প্রথমে ইউরোপীয় দেশ ও পরে পাঠানো হত আমেরিকায়৷

তারপর সেসব সোভিয়েত টাইটেনিয়াম দিয়ে SR-71 তৈরি করে, তাও একটি নয় ৩২ টি ! যা সোভিয়েত স্যাম রেঞ্জের উপরে উঠে, সোভিয়েত আকাশে গোয়েন্দাগিরি চালালো আমেরিকা টানা ৩৫ বছর৷ SR-71 কে ১৯৯৮ সালে অবসরে পাঠানো হয়।

 

Lockheed SR-71 Blackbird এর কিছু এক্সক্লুসিভ ছবিঃ

Lockheed SR-71 Blackbird

Lockheed SR-71 Blackbird’s Front View

Lockheed SR-71 Blackbird

Lockheed SR-71 Blackbird’s Back View

Lockheed SR-71 Blackbird

Lockheed SR-71 Blackbird Aircraft

Lockheed SR-71 Blackbird

Lockheed SR-71 Blackbird

Facebook Comments

comments