ভারত এবং পাকিস্তানের মধ্যে দা – কুমড়ো সম্পর্ক থাকলেও ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর থেকে প্রতি সপ্তাহে ১ বার সামযোথা এক্সপ্রেস নামক একটি স্পেশাল ট্রেন ভারতের দিল্লিতে যাতায়ত করে।

এবং এটিই একমাএ যান যা কিনা দু দেশের ভিতরে যুদ্ধের সময়ও সময়মত যাতায়ত করে এবং তারপর দিল্লি থেকে লাহোরে যাএা শুরু করে।

ট্রেনটি হাই সিকিউরিটি সমৃদ্ধ এবং সবসময় ট্রেনটিতে দু দেশের সেনা মোতায়ন থাকে এবং দু দেশের ভিতরে চুক্তি হয় যে যতদিন ভারত পাকিস্তান থাকবে ততদিন এই ট্রেনও লাহোর-দিল্লি যাতায়ত করবে এমনকি এখনো সেই চুক্তিতে বহাল রয়েছে দেশ দুটি।


এখন চলুন জেনে নেই কেন এই ট্রেন এত গুরুত্বপূর্ণঃ

মূলত দু দেশের আত্মীয় স্বজনরা যাতে সবসময় একেঅপরের সাথে সবসময় দেখা করতে পারে তা জন্যই এই ব্যাবস্থা। কারন দেশ ভাগের পর অনেকেই দেশ পরিবর্তন করেছে কিন্তু তাদের আত্মীয় স্বজনরা রয়ে গেছে আগের যায়গায় তাই তারা যাতে সুবিদা মত একে অপরের সাথে দেখা করতে পারে।

এমন পদক্ষেপ নেওয়ার জন্য দেশ দুটির প্রশংসা করাই যায়। এমনকি ২০০৭ এ সামযোথা এক্সপ্রেসে জঙ্গি হামলায় ৬৮ জন মানুষ প্রান হারানোর পরেও বন্ধ হয়নি এই সামযোথা এক্সপ্রেস, যেখানে নিহতদের বেশির ভাগই পাকিস্তানি ছিল। বিগত ৪০ বছর ধরেপ্রতি বছরে ৫০ হাজারেরও বেশি মানুষ দিল্লি-লাহোর এবং লাহোর-দিল্লি যাতায়ত করে এই সামযোথা এক্সপ্রেসে।

ছবিতে সামযোথা এক্সপ্রেস ভারতের বর্ডার পার হচ্ছে।

Facebook Comments

comments