রাউমা ক্লাস ফাস্ট এটাক ক্রাফট হলো ফিনল্যান্ডের তৈরি একটি প্রথম শ্রেনীর এটাক ক্রাফট।

 

বাল্টিক সাগরের পরিবেশে এবং উপকূলীয় পরিবেশে মিশন পরিচালনা করার জন্য এর ডিজাইন করা হয়েছে। ২৫০ টন ওজনের এই জাহাজে অ্যালুমিনিয়াম সহ একাধিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে।

ফিনিশ নৌবাহিনী ১৯৯৮ সালে প্রথম রাউমা কমিশন করে। সবমিলিয়ে বর্তমানে মোট ৪ টি সার্ভিসে রয়েছে। যার মধ্যে বাকি ৩ টি ২০০৩, ২০০৫ এবং ২০০৬ এ কমিশন করে। আর নতুন করে এটি আপগ্রেড করা হচ্ছে, যার ফলে ২০২০ সাল পর্যন্ত এটি অপারেশনাল থাকবে। এছাড়া এবছরের শুরুতে এতে নতুন লাইটওয়েট টর্পেডো এবং ট্র্যাকফায়ার রিমোট স্টেশন যোগ করা হচ্ছে। ফলে এটি হবে আরো কার্যক্ষম।

 

রাউমা ফাস্ট এটাক ক্রাফট টি ৬০ জন ক্রু নিয়ে ঘন্টায় ৫০ কি.মি. বেগে চলতে পারে।  এবার এই মিসাইল বোটটি সম্পর্কে সংক্ষেপে জেনে নিই,

 

টেকনোলজিঃ

এতে ব্যবহার করা হয়েছে TRS-3D (টিআরএস-থ্রিডি) নেভাল রাডার। যেটি একটি মাল্টিমিড, সি-ব্যান্ড, শিপ মাউন্ট, আকাশ এবং সমুদ্র নজরদারি রাডার। TRS-3D রাডার টি স্বয়ংক্রিয়ভাবেই টার্গেট আইডেন্টিফিকেশন ও তা ট্র্যাকিং করে থাকে। এছাড়া চরম আবহাওয়াতেও এটি টার্গেট সনাক্ত করতে পারে।

 

এই ফাস্ট এটাক ক্রাফট টিতে রয়েছে সুইডেনের গ্রিপেন বিমান নির্মাতা সাবের তৈরি CEROS 200 FCS (সিআরওএস 200 এফসিএস) ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা সাধারণত হাইস্পিড ফ্রিগেট এবং করভেটে ব্যবহার করা হয়ে থাকে। আর এই ফায়ার কন্ট্রোল সিস্টেমটি রাডার, সেন্সর এবং একটি ফায়ার কন্ট্রোল ডিরেক্টর ইউনিট নিয়ে গঠিত।

 

এছাড়া এতে রয়েছে মাল্টি এম্যুনেশন সফট-কিল সিস্টেম। যেটি এন্টি-শিপ মিসাইলকে প্রতিহত করতে পারে। এই মাল্টি এম্যুনেশন সফট-কিল সিস্টেমটি ইউভি(আল্ট্রাভায়োলেট), লেজার, আইআর (ইনফ্রারেড), ইলেক্ট্রো-অপটিক্যাল এবং রাডার সিস্টেমগুলিকে ব্যবহার করে কাজ করে।

 

অস্ত্রঃ

  • এতে রয়েছে ৫৭ মি.মি. এর একটি নেভাল গান, যার রেঞ্জ ১৭ কি.মি। এই নেভাল গানটি মিনিটে ২২০ রাউন্ড  ফায়ার করতে পারে।
  • রয়েছে সাউথ আফ্রিকার তৈরি ১৫ কি.মি রেঞ্জের ৮ টি সার্ফেস টু এয়ার মিসাইল, যা কিনা ৮ কি.মি. উচ্চতায় থাকা যে কোন টার্গেটে ধ্বংস করতে পারে। এবং এর গতি ম্যাক ২।
  • আরো রয়েছে ৪ টি লং রেঞ্জ এন্টি-শিপ মিসাইল। যার রেঞ্জ ২০০ কি.মি.।

৫৭ মি.মি. নেভাল গান

TRS-3D রাডার

 

সব মিলিয়ে রাউমা এটাক ক্রাফট-টি এককথায় অসাধারন। আর এর একমাত্র ব্যবহারকারী হলো ফিনিশ নেভি।

Facebook Comments

comments