MQ-9 Reaper বা Predator B হচ্ছে ইউএস এয়ারফোর্স কর্তৃক বহুল ব্যবহৃত প্রথম হান্টার কিলার ও উচ্চমাত্রার একটি এটাক ড্রোন।

এই ড্রোনটি আক্রমণের পাশাপাশি নজরদারিতেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

ড্রোনটি কোনপ্রকার রিফুয়েলিং ছাড়াই একটানা ২৭ ঘন্টা ও বর্তমানে আপগ্রেডেড ভার্সনে প্রায় দুদিন বা একটানা ৪২ ঘন্টা উড়তে পারে।

এছাড়া এটি ঘন্টায় সর্বোচ্চ ৪৮২ কি.মি. গতিতে ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে।

ড্রোনটি মূলত গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে এয়ার ক্রু দের দ্বারা মনিটরিং ও সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। ড্রোনটি সর্বপ্রথম ২০০১ সালে এর ফ্লাইং টেস্ট সম্পন্ন করে এবং ২০০৭ সালে জনসম্মুখে আসে।

ড্রোনটির প্রোগ্রাম কস্ট ১১.৮ বিলিয়ন ডলার, যেটি প্রায় গ্রিপেনের মত একটি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটের প্রোগ্রাম কস্ট এর সমান। ড্রোনটির প্রতিটি ইউনিটের মূল্য ১৬.৯ মিলিয়ন ডলার।

এ পর্যন্ত সবমিলিয়ে ১৬৩ টি ড্রোন তৈরি করা হয়েছে।

শুধু ইউএস এর মধ্যেই ইউএস এয়ারফোর্স ছাড়াও ইউএস নেভি, সিআইএ ও নাসা(NASA) সহ অনেক এজেন্সি ই এই ড্রোনটি ব্যবহার করে।

এছাড়া ইউএস ছাড়াও ব্রিটেন, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও স্পেন ও এই ড্রোনটি ব্যবহার করে।

ড্রোনটিকে ২০৩০ সাল পর্যন্ত সার্ভিসে রাখার পরিকল্পনা রয়েছে।

 

ড্রোনটি সম্পর্কে সংক্ষেপে জেনে নিইঃ

  • সর্বোচ্চ গতিঃ ৪৮২ কি.মি.
  • রেঞ্জঃ ১৮৫২ কি.মি.
  • সার্ভিস সিলিংঃ ৫০ হাজার ফুট
  • একটানা উড়ার ক্ষমতাঃ ১৪ ঘন্টা (ফুল লোড অবস্থায়)
  • ক্রুঃ ২ জন (গ্রাউন্ড স্টেশনে)
  • দৈর্ঘ্যঃ ১১ মিটার (৩৬ ফিট ১ ইঞ্চি)
  • উচ্চতাঃ ৩.৮১ মিটার (১২ ফুট ৬ ইঞ্চি)
  • খালি অবস্থায় ওজনঃ ২২২৩ কেজি
  • টেক-অফের সময় সর্বোচ্চ ওজনঃ ৪৭৬০ কেজি
  • জ্বালানি ধারন ক্ষমতাঃ ১৮০০ কেজি
  • পে-লোড বা অস্ত্রশস্ত্র বহন ক্ষমতাঃ ১৭০০ কেজি

 

এছাড়া এর ৭ টি হার্ডপয়েন্ট রয়েছে, যেখানে ৪ টি AGM-114 হেলফায়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল ও ২ টি ২৩০ কেজি ওজনের GBU-12 লেজার গাইডেড বোমা অথবা দুটি ২২৭ কেজি ওজনের জিপিএস গাইডেড GBU-38 জেড্যাম(JDAMs) বহন করতে পারে।

এছাড়া আকাশ থেকে আকাশে অপারেশনের জন্য এতে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের টেস্টিং চলছে।

মজার ব্যাপার হচ্ছে ড্রোনটির ডিজাইনার হচ্ছেন ইরাকে জন্মগ্রহণকৃত আব্রাহাম কারিম নামক একজন ইহুদী ইঞ্জিনিয়ার, যাকে ফাদার অফ ইউএভি(UAV) বা ড্রোনের জনক বলা হয়।

ড্রোনটির কিছু ছবিঃ

MQ-9 Reaper Drone

MQ-9 Reaper Drone at base

MQ-9 Reaper Drone

MQ-9 Reaper firing missile

MQ-9 Reaper Drone

MQ-9 Reaper Drone at base

Facebook Comments

comments