MOAB– Mother of All Bombs:

GBU-43/B (ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট) কে কনভেনশনাল (Non Nuclear) বোম্বের জগতে মাদার অফ বোম্ব বলে ডাকা হয়।

২০০২ সালে এই দানব এর ডিজাইন করে আমেরিকান বিমান বাহিনী। ২০০৩ সালে এটিকে McAlester Army Ammunition Plant এর মাধ্যমে USAF সার্ভিসে নিয়ে আসে।

সার্ভিসে আসার পর এটিই কনভেনশনাল বোম্ব এর জগতে সবচেয়ে শক্তিশালী বোম্ব ছিলো। একই বছরের ১১’ই মার্চ এ ফ্লোরিডায় এই বোম্ব টেস্ট করা হয়।

একটি C-130 Hercules বিমান থেকে এটি ছুড়ে ফেলা হয়। এটির ব্লাস্ট রেডিয়াস ছিলো ১৫০ মিটার। এবং এটি ১১ টন TNT উৎপন্ন করেছিলো।

বিবরণঃ

  • টাইপ- কনভেনশনাল বোম্ব (Non Nuclear)
  • প্রস্ততকারক- আমেরিকা
  • ডিজাইনার- আমেরিকান এয়ার ফোর্স
  • সার্ভিসে আসে- ২০০৩ সালে
  • ব্যবহারকারক- আমেরিকান এয়ার ফোর্স
  • ওজন- ১০.৩ টন
  • দৈর্ঘ্য- ৯.১৮ মিটার
  • ব্যাস- ১.০২ মিটার
  • বিস্ফোরক- ৮.৫ টন
  • শক্তি- ১১ টন TNT

 

 

FOAB- Fother OF All Bombs:

এটি একটি থার্মোবারিক বোম্ব। কনভেনশনাল (Non Nuclear) বোম্বের জগতে একে ফাদার অব বোম্ব বলে ডাকা হয়। অ্যামেরিকা যখন MOAB সার্ভিসে নিয়ে আসে, তখন রাশিয়া ছক কষে এমন একটি বোম্ব নিয়ে আসার যা MOAB এর তুলনায় ছোট হবে কিন্তু শক্তিতে দ্বিগুণ হবে এবং নাম দিবে Father Of All Bomb –FOAB

ঠিক চার বছর পর ২০০৭ সালে এটিকে সার্ভিসে নিয়ে আসতে সক্ষম হয়। সার্ভিসে আসার পর এটিই কনভেনশনাল বোম্ব এর জগতে সবচেয়ে শক্তিশালী বোম্ব হিসেবে বিবেচিত হয়।

Tu-160 থেকে FOAB ড্রপ করার পর

FOAB এর সমন্ধে বেশি কিছু জানা যায়নি। এ বোমাটি ২০০৭ সালের ১১’ই সেপ্টেম্বর টেস্ট করা হয়।

একটি Tu-160 বোম্বার বিমান থেকে এটি টেস্ট ফিল্ডে ড্রপ করা হয়। এটির ব্লাস্ট এরিয়া প্রায় ২০০০ মিটার ছিলো। এবং ৩০০ মিটার এলাকা ধ্বংস করেছিলো। এটি ৪৪ টন TNT উৎপন্ন করেছিলো, যা MOAB এর থেকে ৪ গুন বেশি। আশে পাশের বাড়িঘরের কাচ এবং গাড়ির কাচ এই দানবের শক-ওয়েভ এ ভেঙ্গে গিয়েছিলো।

FOAB ব্লাস্ট হওয়ার মুহূর্তে

যেখানে এটি টেস্ট করা হয়েছিলো, সেখানকার বালি গুলো গলে কাচে পরিনত হয়েছিলো। এটি যে পরিমান তাপ উৎপন্ন করেছিলো তা MOAB এর তুলনায় ২ গুন বেশি, যদিও MOAB এর তুলনায় FOAB  অনেক ছোট। এটির ক্লাউড মাশরুম অনেক দূর থেকে দেখা গিয়েছিলো। এটি যেখানে ব্লাস্ট করা হবে, সেখানে ২০০০ মিটারের মধ্যে কোনো প্রাণী জীবিত থাকবে না অর্থাৎ এর সমকক্ষ কনভেনশনাল বোম্ব আর একটিও নাই।

বিবরণঃ

  • টাইপ- থার্মোবারিক বোম্ব (Non- Nuclear)
  • প্রস্ততকারক- রাশিয়া
  • ডিজাইনার- রাশিয়ান সেনাবাহিনী
  • সার্ভিসে আসে- ২০০৭ সালে
  • ব্যবহারকারক- রাশিয়ান বিমান বাহিনী
  • ওজন- ৭.১ টন
  • ফিলিং- হাই এক্সপ্লোসিভ অ্যালুমি পাউডার এবং ইথিলিন অক্সাইড
  • শক্তি- ৪৪ টন TNT

 

FOAB যদিও MOAB এর তুলনায় ছোট; তবুও এর ধ্বংসাত্মক ক্ষমতা MOAB এর তুলনায় দুইগুণ বেশি !

তাছাড়া এটি কোথাও ড্রপ করা হলে প্রায় ২০০০ মিটারের আশেপাশে কোন প্রানী বাচবে না ! কারন থার্মোবারিক বোমা ব্লাস্ট হলে এক বিশাল অগ্নিগোলক তৈরি হয়, ফলে আশেপাশের বিশাল এলাকা জুড়ে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং যেকোন প্রাণীর ই মৃত্যু নিশ্চিত হয়ে যায়।

Facebook Comments

comments