MI–28H Havoc হচ্ছে রাশিয়ার তৈরী দুই সিট ও ৫ পাখা বিশিষ্ট একটি এন্টি আর্মর (anti-armor) এটাক হেলিকপ্টার। এর গতি ঘন্টায় সর্বোচ্চ ৩২৪ কিলোমিটার।
এটি প্রতি মিনিটে ২৬৭৭ ফুট উচ্চতায় উঠতে পারে এবং সর্বোচ্চ ১৬,২৫০ ফুট উচ্চতায় উঠতে পারে।
খালি অবস্থায় এর ওজন ৭৮৯০ কেজি। লোডেড অবস্থায় ১০,৫০০ কেজি এবং সর্বোচ্চ ১১৭০০ কেজি ওজন নিয়ে এটি উড়তে পারে।
গান হিসেবে এতে রয়েছে 1× chin-mounted 30 mm Shipunov 2A42 ক্যানন যেটি প্রতি মিনিটে ২৫০ রাউন্ড গুলি ছুড়তে পারে। এছাড়া এতে ৪ টি হার্ডপয়েন্ট রয়েছে যেখানে রকেট, মিশাইল, বোম ও গানপড ক্যারি করতে পারে।
এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি দিনে কিংবা রাতে এবং যেকোন ওয়েদারেই চলতে পারে। এর প্রতি ইউনিটের মূল্য ১৫-১৬ মিলিয়ন ডলার।
এই পর্যন্ত সবমিলিয়ে মোট ১২৬ টি বানানো হয়েছে।
এই এটাক হেলিকপ্টারটির অনেকগুলো ভ্যারিয়্যান্ট আছে এবং বর্তমানে রাশিয়ান এয়ারফোর্সে সার্ভিসে আছে। এছাড়া ইরাক, আলজেরিয়া ও কেনিয়া সহ বেশ কয়েকটি দেশ এটি ব্যবহার করে।
Leave a Reply