কাওয়াসাকি পি-১ হলো পৃথিবীর প্রথম বিমান যাতে ফ্লাই-বাই-লাইট কন্ট্রোল সিস্টেম রয়েছে।

এই সিস্টেম ফ্লাই-বাই-ওয়্যার কন্ট্রোল সিস্টেমের চেয়ে অনেক কম মাত্রায় ইলেক্ট্রা ম্যাগনেটিক ডিস্টার্বেন্স সহ্য করে নিতে পারে কারণ ডিভাইস বাদে বাকি অংশগুলো ফাইবার অপটিক্স দিয়ে চালিত। ফলে ইএমপি ব্লাস্ট হলে এই বিমানের সার্ভাইভ করার ক্ষমতা অন্যান্য বিমানের চেয়ে অনেক বেশি। পাশাপাশি অনেক বেশি ডাটা এর মাধ্যমে সেকেন্ডে ট্রান্সফার করার সক্ষম হয়েছে।

হয়ত এই কারণেই আমেরিকান স্টেট অফ দি আর্ট এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার বিমান মোডিফাইড বোয়িং-৭৩৭ বা পি-৮ এর চেয়ে জাপানিজ কাওয়াসাকি পি-১ এর দাম বেশি।

৩৬০ ডিগ্রী এইএসএ সোনার সমৃদ্ধ এই বিমান পি-৮ এর সমতুল্য হিসেবে মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাপান তার ইনভেন্টরিতে থাকা ৮০+ পি-৩সি ওরিইন বিমান এটি দিয়ে রিপ্লেস করবে।

Facebook Comments

comments