কেইটেন টর্পেডো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান নেভি কর্তৃক ব্যবহৃত একটি হিউম্যান টর্পেডো। যা ঘাতক টর্পেডো নামে ও পরিচিত।

জাপান নেভি এই মানব চালিত টর্পেডো ১৯৪৪ সালে সার্ভিসে নিয়ে এসেছিলো।

এই মানব চালিত টর্পেডো তে একজন
চালক থাকত। এগুলোর রেঞ্জও নেহাতি নয়। কোনো জাহাজের বা লক্ষবস্তুর দিকে নিক্ষেপ করা হলে টর্পেডোটির চালক কন্ট্রোলারের মাধ্যমে টর্পেডো কে ইচ্ছেমতো যেদিক খুশি ঘুরিয়ে সবচেয়ে কার্যকর স্থানে নিয়ে যেতে পারত। এরপর টর্পেডো বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতেন চালক।

এজন্য একে ঘাতক টর্পেডো নামেও ডাকা হতো। এই টর্পেডো গুলো প্রায় ১ বছর সার্ভিসে থাকার পর এগুলো ১৯৪৫ সালে বাতিল করা হয়। এর প্রধান কারন ছিলো ক্রু দের জীবন দিতে হতো।

 

এবার সংক্ষেপে এই টর্পেডো টি সম্পর্কে জেনে নিইঃ

ওজন : ৮.৩ টন।
দৈর্ঘ্য : ১৪.৭ মিটার।
ব্যাস : ০১ মিটার।
অয়্যারহেড : ১৫৫০ কিলোগ্রাম।
ইঞ্জিন : Wet Heater DAR 2 Cylinder 550 হর্স পাওয়ার।
প্রপেলেন্ট : কেরোসিন এবং অক্সিজেন।
রেঞ্জ : ৭৮ কিলোমিটার।
গতি : ৫৬ কি.মি/ ঘন্টা।

এরকম টাইপ-১ টর্পেডো প্রায় ৩৩০ টি তৈরী করা হয়েছিলো।


কিছু ছবিঃ

Kaiten Human Torpedo

Kaiten Torpedo

Kaiten Human Torpedo

Kaiten Torpedo

Kaiten Human Torpedo

Kaiten Torpedo

লেখায়ঃ Mamun

Facebook Comments

comments