কে ১৩০ (K-130) হচ্ছে জার্মানির তৈরী একটি অত্যাধুনিক Braunschweig ক্লাস স্টিলথ্ করভেট।

এই করভেট টি সর্বপ্রথম ২০০৮ সালে জার্মান নেভীতে সার্ভিসে আসে।

করভেট টিতে ব্যাবহার করা হয়েছে মাল্টিমোড মেরিটাইম রাডার। যা এর দিকে ধেয়ে আসা যে কোনো টার্গেট কে অটো ডিটেক্ট করে শুধু পারমিশন নিয়ে মিসাইল ছুড়তে সক্ষম।

এতে আছে নেদারল্যান্ডের তৈরী অত্যাধুনিক সিওয়্যাকো সেন্সর তাছাড়া ক্ষেপনাস্ত্র এর সঠিক গাইডেন্স এর জন্য ওয়েপন কন্ট্রোল এন্ড কমান্ড সিস্টেম।

এছাড়া রয়েছে CTVC ইনফ্রারেড ক্যামেরা, আছে ESLRF (Eye Safe Leser Range Finder) যার দ্বারা দিন-রাত যেকোনো সময়েই নির্ভুল ভাবে ফায়ার করা যায়।

এছাড়া রয়েছে একটি UAV (Unmanned Aerial Vehicle) বা ড্রোন ক্যামকপ্টার (এস-১০০) যা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সেন্সিটিভ তথ্য এনে দিতে সক্ষম।

করভেট টিতে ব্যবহার করা হয়েছে ২ টি ১৪.৮ মেগাওয়াটের হেভি ডিজেল ইঞ্জিন, যা একে ঘন্টায় ৪৮ কি.মি স্পীডে নিয়ে যেতে সক্ষম।

এছাড়া করভেট টিতে রয়েছে EADS SPS-N 5000 ইলেকট্রনিক সাপোর্ট মেজারস্ বা ESM সিস্টেম, যেটি যেকোনো থ্রেট এর অবস্থান সনাক্তকরণ, বিশ্লেষণ ও তার ব্যাঘাত ঘটাতে পারে এবং একাধিক টার্গেট ট্র্যাকিং করার পাশাপাশি কেজেএস-৫০০ জ্যামার এর মাধ্যমে শত্রুর বিভিন্ন সিস্টেমকে জ্যামিং করে অচল করে দিতে পারে।

 
এই করভেট টি ৬৫ জন নাবিক এবং প্রয়োজনীয় রসদসামগ্রী নিয়ে টানা ২১ দিন সমুদ্রের বুক চিরে চলতে পারে।


এবার সংক্ষেপে এটির সম্পর্কে জেনে নিইঃ

টাইপঃ করভেট
ওজনঃ ১৮৪০ টন
স্পিডঃ ৪৮ কি.মি প্রতি ঘন্টায়
দৈর্ঘ্যঃ ৮৯.১২ মিটার
রেঞ্জঃ ৭৪০০ কি.মি

রাডার এন্ড সেন্সরঃ

→ ২ টি নেভিগেশন রাডার
→ MSSR-2000 IFF সিস্টেম
→ ইলেক্ট্রা অপটিক্যাল সেন্সর
→ ইলেকট্রিক ওয়্যারফেয়ার এর জন্য ২ টি MAS সিস্টেম

অস্ত্রঃ

→ ১ টি ৭৬ মি.মি নেভাল গান
→ ২ টি বিকে-২৭ অটোক্যানন
→ ৪ টি আরবিএস-১৫ মার্ক-৩ এন্টিশিপ/ল্যান্ড এটাক ক্রুজ মিসাইল
→ ২১ টি রিম-১১৬ এয়ার ফ্রেম মিসাইল
→ ১ টি ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম
→ ৩৪ টি নেভাল মাইন

 

কিছু ছবিঃ

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

K 130 Corvette

Facebook Comments

comments