জাজকমান্ডো (Microtech Jagdkommando Tri Dagger) ছুরি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ছুরি হিসেবে পরিচিত। এটির ৭ ইঞ্চি প্যাঁচানো তিনটি চরম ধারালো ব্লেড আছে। এর নিচের দিকে ফাঁপা হ্যান্ডেল আছে যার নিচের বাট ক্যাপের সাথে গ্লাস ব্রেকার সংযুক্ত করা থাকে।
Tony Marfione এর ডিজাইন করা এই টুইস্টেড ছুরির নামকরণ করা হয়েছে অস্ট্রিয়ান আর্মি স্পেশাল ফোর্স জাজকমান্ডোর নামে যা একে সত্যিই এলিট একটি নাম দিয়েছে। অস্ট্রিয়ান স্পেশাল ফোর্স এটি ব্যবহার করে।

Austrian Special Force Jagdkommando
এর কার্যকারিতা বা ভয়াবহতা লিখে প্রকাশ করার মত নয়। এর স্ক্রুর মত ডিজাইনের কারণে খুব সহজে এবং ভয়াবহভাবে ছুরিটি ঢুকানো ও বের করা যায়। এর ব্লেডগুলোর পুরো বডিতেই ধার করা থাকে কিন্তু তার শুধু অগ্রভাগে ধার থাকাটাই যথেষ্ট বলে নির্মাতা প্রতিষ্ঠান বলে থাকে।

Mini Jagdkommando Knife
কিন্তু ক্ষতটা বাইরে যেরকম তিন মাথাওয়ালা দেখা যায় সেরকম ভিতরে থাকেনা। আলগা ভাবে উপরের মাংস থাকে। মাত্র ১৫ মিনিটে ওই ক্ষত দিয়ে শরীরের ম্যাক্সিমাম রক্ত বের হয়ে যায় এর জটিলতার কারণে।

Mini Jagdkommando Knife
নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কতটা জটিলভাবে আক্রান্ত ব্যক্তির শরীরে ছিদ্র করে। এক আক্রান্ত ব্যাক্তিকে এক টিম সার্জন চেষ্টা করেও ক্ষতস্থান জোড়া ও সীল করতে হিমশিম খায়। এর ভয়াবহতার জন্য একে শয়তানী ছুরিও বলা হয়ে থাকে। অরিজিনাল ছুরির দাম প্রায় ৯০০ ইউএস ডলার আর টাইটেনিয়াম ভার্সনের দাম প্রায় ১১৫০ ইউএস ডলার।
Leave a Reply