রাশিয়া সাবেক সোভিয়েত আমলে তারা ১৯৭০ থেকে ৯০ এর ভিতরে ৪ টি এয়ারক্র্যাফট ক্যারিয়ার তৈরি করেছিল। কিন্ত সোভিয়েত ভেঙ্গে গেলে অর্থসংকটে ও এয়ারক্র্যাফট ক্যারিয়ারের নানান সমস্যার কারণে ১ টি কিয়েভ ক্লাসের বা Admiral Gorshkov ক্লাসের ক্যারিয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় রাশিয়া।

তো ২০০৪ সালে তারা বিক্রির দরপত্র আহ্বান করে। আগ্রহী ক্রেতার তালিকায় ছিল ভারত। তখন রাশিয়ায় ভারতের নেভির নানান সমরাস্ত্র ও ক্রয় করা নানান জাহাজের তদারকি করতেন ভারতীয় নেভির উচ্চপদস্থ অফিসার কমোডর সুখজিন্দার সিং। সব পরিদর্শন শেষে এই জাহাজের দাম রাশিয়া দাবী করে ৪৫০ মিলিয়ন ডলার।

সুখজিন্দার সিং এর একটা দুর্বলতার দিক ছিল নারীর প্রতি অতি লোভী।

তো সুখজিন্দার সিং রাশিয়ান ক্যারিয়ার প্রতিনিধি দল সহ দেখে আসেন। সেখানে আসার পর তিনি একজন রাশিয়ান বয়স্ক মহিলার সাথে তার সম্পর্ক গড়ে উঠে !

সেই মহিলা ছিল ডিভোর্সি ও দুই বাচ্চার মা তৎকালীন সময়ে সেই মহিলার বড় মেয়ের বয়স ছিল ১৯ !

অনেকদিন ধরে তিনি মহিলার সাথে তিনি প্রেম ও লিভটুগেদার করতে থাকেন কিন্ত একদিন তিনি ধরা খান ভালভাবেই ফাঁস হয় তার ছবি আর এই ছবি ফাঁস করেন রাশিয়ান ডকইয়াডের এক অফিসার। তিনি আসলে ফাঁস করেননি, তিনি এই ছবিকে সুখজিন্দার সিংকে দেখিয়ে ব্ল্যাকমেইল করেন।

আসলে সুখজিন্দার সিংকে সেক্স স্ক্যান্ডালের ফাঁদে ফেলে মাত্র ৪৫০ মিলিয়নের দাম চাওয়া ভাঙ্গাচুরা ক্যারিয়ারকে অবশেষে ২.৩০ বিলিয়নে বিক্রি করে রাশিয়া !

রাশিয়ান সেই কিয়েভ ক্লাস ক্যারিয়ারই এখন ভারতের বিখ্যাত বিক্রামাদিত্য ক্লাস এয়ারক্র্যাফট ক্যারিয়ার। এতে দামে এই ভাঙ্গাচুরা ক্যারিয়ার কেনা নিয়ে আলোচনা শুরু হয়।

ভারতের কাছে বিক্রি করা মডিফাইড কিয়েভ ক্লাস যা বর্তমানে ভারতীয় নেভিতে বিক্রামাদিত্য ক্লাস এয়ারক্র্যাফট ক্যারিয়ার নামে পরিচিত

পরবর্তী সময়ে এই ছবি সবদিকে ফাঁস হয়ে পরে বলা হয়ে থাকে উক্ত ডকইয়াডের কেউ এই ছবি রাশিয়ায় অবস্থান করা পাকিস্থানি গোয়েন্দাদের কাছে বিক্রি করে দেয় !

ফলে এই ছবি সবদিকে ছড়িয়ে পরে। কিন্ত আসলে পাকিস্থানি গোয়েন্দা বাহিনী ছড়িয়েছে নাকি সেই ডকইয়াডের অফিসারেরা এই নিয়ে সন্দেহ আছে।

তবে সুখজিন্দার সিংয়ের এই সেক্স স্ক্যান্ডাল মিডিয়াতে অনেক আলোচনার বিষয় ছিল এতে চরম বিব্রত অবস্থায় পরেছিল ভারতীয় নেভি।

তবে বেশী দামে কেনার পিছনে কমোডর সুখজিন্দার সিং এককভাবে দায়ী ছিলেন না এর সাথে আরও অনেক অফিসার যারা দেশের বাইরে এমন সেক্স স্ক্যান্ডাল ও তৎকালীন কংগ্রেস সরকারের অনেক উচ্চপদস্থ মন্ত্রীদের অনেক তথ্য ফাঁস হওয়ার ভয়েই এতে দামে এই ক্যারিয়ার কেনা হয়। এটি নিয়ে তদন্তের কাজ করছে সিবিআই।

Facebook Comments

comments