বরফ ভাঙ্গার কাজে যে জাহাজগুলি ব্যবহার করা হয় তার প্রায় সবগুলিই পারমাণবিক শক্তিচালিত!

পারমাণবিক শক্তির দেশ না হয়েও কোন অপারমানবিক দেশ অতি প্রয়োজনের কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে। যেমন বাংলাদেশ তার পরমাণু কেবল বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করবে।

সাধারণ আইস ব্রেকার জাহাজ যখন বরফ ভাঙ্গতে যায় তখন তাদের মাইলের পর মাইল যেতে হয় ফলে সেখানে বিশাল জাহাজের জ্বালানী নিয়ে যাওয়া এক কথায় অসম্ভব বিষয় এই সমস্যা থেকে মুক্তি পেতেই মূলত আইস ব্রেকার জাহাজ গুলি মূলত পারমাণবিক হয়ে থাকে।

তাছাড়া জাপান ও জার্মানী তাদের নিজস্ব প্রযুক্তিতে তাদের দুটি কার্গো জাহাজে পারমাণবিক রিয়েক্টর ব্যবহার করেছিল!

তবে এটি কেবল বিজনেসের কাজের জন্য। তাও ৭০ এর দশকে কিন্ত এখন আর বাণিজ্যিক জাহাজে পারমাণবিক রিয়েক্টর ইউস করার নিয়ম নেই।

 

ছবিতে ২০১৬ এর পূর্বে সার্ভিসে থাকা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক রাশিয়ান আইস ব্রেকার NS 50 Let Pobedy

NS 50 Let Pobedy

NS 50 Let Pobedy আইস-ব্রেকার

NS 50 Let Pobedy

NS 50 Let Pobedy আইস-ব্রেকার

NS 50 Let Pobedy

NS 50 Let Pobedy আইস-ব্রেকার

NS 50 Let Pobedy

NS 50 Let Pobedy আইস-ব্রেকার

NS 50 Let Pobedy

NS Yamal ও NS 50 Let Pobedy আইস-ব্রেকার

Facebook Comments

comments