HK416 হচ্ছে জার্মানির Heckler & Koch কোম্পানির তৈরি একটি এসল্ট রাইফেল। এই রাইফেলটি মূলত ইউএস এর স্পেশাল ডেল্টা ফোর্সের জন্য তৈরি করা হয়।

রাইফেলটি হচ্ছে এম ফোর কারবাইন (M4 Carbine) এর উন্নত ভার্সন, যেটি আগে ইউএস মিলিটারি ব্যাপকভাবে ইউস করতো।

রাইফেলটি আনঅফিসিয়ালি HK M4 বা জার্মান কারবাইন নামে পরিচিত।

২০০৪ সালে ইউএস ডেল্টা ফোর্স এই রাইফেল দিয়ে তাদের আগের ব্যবহৃত সকল এমফোর কার্বাইন কে রিপ্লেস করে।

বর্তমানে ২০ টির ও বেশি দেশের স্পেশাল ফোর্স ও অন্যান্য কিছু ফোর্স ও এই রাইফেলটি ইউস করে।

এই রাইফেলটির প্রতিটি ব্যারেলের সার্ভিস লাইফ ২০ হাজার রাউন্ড। বিভিন্ন সাইজের এর ৪ টি মডেল রয়েছে।

১) ফুল সাইজ এসল্ট রাইফেল ৫০৫ মি.মি. (১৯.৯ ইঞ্চি) ব্যারেল

২) কমপ্যাক্ট এসল্ট রাইফেল ৪১৯ মি.মি. (১৬.৫ ইঞ্চি) ব্যারেল

৩) কার্বাইন ৩৬৮ মি.মি. (১৪.৫ ইঞ্চি) ব্যারেল

৪) সাব-কমপ্যাক্ট এসল্ট রাইফেল ২৬৪/২৭৯ মি.মি. (১০.৪/১১ ইঞ্চি) ব্যারেল

এছাড়া এর তিনটি ফায়ারিং মোড আছে।

১) সেইফ

২) সেমি অটো

৩) ফুল অটো

এবার সংক্ষেপে এর সম্পর্কে জেনে নিইঃ

প্রস্তুতকারক দেশঃ জার্মানি

সার্ভিস আসেঃ ২০০৪ সালে

ক্যালিবারঃ ৫.৫৬ x৪৪ মি.মি.

ওজনঃ ৩.৮৬ কেজি

দৈর্ঘ্যঃ ৯৪১ মি.মি আর ১০৩৭ মি.মি. (এক্সটেন্ডের পর)।

ব্যারেলের দৈর্ঘ্যঃ ৫০৫ মিলিমিটার

ম্যাগাজিন ক্যাপাসিটিঃ ৩০ রাউন্ড

ফায়ারিং স্পীডঃ ৯১৭ মিটার (প্রতি সেকেন্ডে)

ফায়ারিং রেটঃ ৭০০-৯০০ রাউন্ড (প্রতি মিনিটে)

কার্যকরি ফায়ারিং রেঞ্জঃ ৫০০ মিটার

রাইফেলটি বিভিন্ন সময়ই অনেক গুরুত্বপূর্ণ মিশনে ব্যবহৃত হয়েছে। তন্মধ্যে ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, উত্তর মালি কনফ্লিক্ট ও মালয়েশিয়াতে লাহাদ দাতু মিলিট্যান্ট কনফ্লিক্ট ইত্যাদি উল্লেখযোগ্য।

 

বর্তমানে যেসকল দেশ এটি ব্যবহার করেঃ

অস্ট্রেলিয়া, ব্রাজিল ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, মালেশিয়া, নেদারল্যান্ড, নরওয়ে, পল্যান্ড, ফিলিপাইনস, সার্বিয়া,সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিন কোরিয়া, তুর্কি, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র।

কিছু ছবিঃ

HK 416 Rifle

HK 416 F-C variant

HK 416 Rifle

HK 416 F-S variant

HK 416 Rifle

HK 416 Rifle F variant

HK 416 Rifle

HK 416 Rifle

Facebook Comments

comments