১৯৬১ সালের ২৪ জানুয়ারি মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোম্বার দুইটি এমকে-৩৯ আমেরিকার নর্থ ক্যারোলিনায় হাইড্রোজেন বোমা সহ ক্র্যাশ করে এবং এর মাঝে একটি বোমার ছয়টি সেফটি মেকানিজমের পাঁচটিই নষ্ট হয়ে যায়, বা বলা চলে নিউক্লিয়ার ডিভাইসটি ডেটোনেট হওয়ার ছয়টি ধাপের পাঁচটিই সম্পন্ন হয়েছিল।

অর্থাৎ, ডিভাইসটি ডেটোনেট হওয়ার থেকে মাত্র একধাপ দূরে ছিল এবং একটি ডিভাইস ডেটোনেট হলে বাকিটিও নিশ্চিতভাবেই ডেটোনেট হতো যার ফলাফল হতো নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ !

নিজের বানানো ভয়ানক হাইড্রোজেন বোমায় একটুর জন্য নিজেই নাই হয়ে যেত আমেরিকার বিশাল এলাকা।

B-52 Bomber

লেজবিহীন দুর্ঘটনাগ্রস্ত বি-৫২ বিমান

Mark 39 Bomb

ছবিতে MK-39 থার্মোনিউক্লিয়ার বোমা

Facebook Comments

comments