GBU-57 Massive Ordnance Penetrator (MOP) হচ্ছে আমেরিকার বোয়িং (Boeing) কোম্পানির তৈরি ও ইউএস এয়ারফোর্স কর্তৃক ব্যবহৃত একটি জিপিএস-গাইডেড বাঙ্কার বিধ্বংসী বোম্ব।
অর্থাৎ এই বোমাটি দিয়ে মূলত বাঙ্কার বা মাটির গভীরে থাকা টার্গেটকে ধ্বংস করা হয়।
২০ ফুট দৈর্ঘ্যের এই বোমাটির ধ্বংসাত্মক ক্ষমতা এত বেশি যে তা বিস্ফোরিত হওয়ার পূর্বেও মাটির ২০০ ফুট নীচে থাকা কংক্রিটের বাঙ্কারকেও গুঁড়িয়ে দিতে সক্ষম।
আর এই সক্ষমতাই এটিকে মাটির অনেক গভীরে থাকা শক্তিশালী স্থাপনা কিংবা টার্গেট কে সহজে ধ্বংস করতে সাহায্য করে।
মার্কিন এই বাঙ্কার বিধ্বংসী বোমাটির ওজন ৩০ হাজার পাউন্ড বা প্রায় ১৪ হাজার কেজি হয়ে থাকে।
এই বোমাটিকে পরীক্ষা করতে “বি ৫২ স্ট্র্যাটোফোর্টেস বোম্বার” ব্যবহার করা হলেও মার্কিন “বি ২ স্পিরিট স্টিলথ্ বোম্বার” ই হচ্ছে একমাত্র এয়ারক্রাফট, যেটি এই বোমাটি বহন করে সফলভাবে ছুড়তে সক্ষম।
এই বোমাটি এর আগের যেকোনো বোমার চেয়েও অনেক বেশী শক্তিশালী।
মূলত ইরান এবং উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচীকে সামনে রেখে এই বোমাটি তৈরীর প্রকল্প হাতে নিয়েছে পেন্টাগন৷
উল্লেখ্য, এই দুইটি দেশের পরমাণু স্থাপনা মাটির অনেক গভীরে অবস্থিত৷
এবার সংক্ষেপে এই বোমাটি সম্পর্কে জেনে নিইঃ
দৈর্ঘ্যঃ ২০.৫ ফুট
ব্যাসঃ ৩১.৫ ইঞ্চি
ওজনঃ ১৩,৬০৮ কেজি
ওয়্যারহেডঃ ২৪০৪ কেজি উচ্চমাত্রার বিস্ফোরক
ভূগর্ভে পেনেট্রেশন(ভেদ) করার সক্ষমতাঃ ২০০ ফুট
কিছু ছবিঃ

GBU-57 Bomb

GBU-57 Bomb
Leave a Reply