চ্যালেঞ্জার-২ হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর মেইন ব্যাটেল ট্যাংক। এটি মুলত ব্রিটিশদের চ্যালেঞ্জার-১ এর ই অত্যন্ত উন্নত মডেল। এটির Chobham সুরক্ষা কবজকে বিশ্বের সেরা কয়েকটি ট্যাংক কবজের মধ্যে ধরা হয়।

২০০৩ এর ইরাক যুদ্ধের সময় এটি অনেক যুদ্ধের মুখোমুখি হয়।

কিন্তুু অবাক করা বিষয় হচ্ছে কোনো Challenger 2 ট্যাংক শত্রুর ফায়ার এ ধ্বংস হয়নি, যদিও একটি ট্যাংক IED এর শিকার হয়েছিল। একবার তো একটি ট্যাংক ১৪টি রকেট প্রপেল্ড গ্রেনেড এর অাঘাত খাওয়ার পরে এর ক্রু মেম্বাররা সুরক্ষিত থেকে যায়।

 


সাধারণ বৈশিষ্ট্যঃ

  • টাইপ- মেইন ব্যাট্যাল ট্যাংক
  • উৎপত্তিস্হল- যুক্তরাজ্য
  • ক্রু- ৪জন
  • প্রস্তুুতকারক- Alvis plc, BAE সিস্টেমস ল্যান্ড এন্ড অার্মামেন্ট্স
  • প্রতি ইউনিট এর মুল্য- ৪.২ মিলিয়ন ইউরো
  • প্রডাকশনে অাসার সময়- ১৯৯৩
  • সার্ভিসে অাসার সময়- ১৯৯৮
  • প্রস্তুুতকৃৃত সংখ্যা- ৪৪৬
  • ব্যবহারকারী- যুক্তরাজ্য এবং ওমান
  • ওজন- কম্ব্যাট রেডি অবস্হায় ৭৫ টন
  • দৈর্ঘ্য- ৮.২ মিটার
  • প্রস্থ- ৩.৫ মিটার (অতিরিক্ত কবজ সহ ৪.২ মিটার)
  • উচ্চতা- ২.৪৯ মিটার

 

মেইন ফিচারঃ

  • ইঞ্জিন- Perkins C-12 V12 ডিজেল ইঞ্জিন (১২০০ হর্স-পাওয়ার)
  • ট্রান্সমিশন- David Brown TN54 এপিসাইলিক ট্রান্সমিশন
  • সাসপেনশন- হাইড্রোনিউম্যাটিক ট্রান্সমিশন
  • জ্বালানী ধারণ ক্ষমতা- ১৫৪২ লিটার
  • স্পিড- ৫৯ কিঃমিঃ(অন-রোডে) এবং ৪০ কিঃমিঃ(অফ-রোডে)
  • রেঞ্জ- ৫৫০ কিঃমিঃ(অন-রোডে) এবং ২৫০ কিঃমিঃ(অফ-রোডে)

কবজঃ

  • প্যাসিভ প্রটেকসন সিস্টেম টাইটানিয়াম, টাঙ্গস্টেন, সিরামিক, কেভলার কম্পোসিট
  • CHOBAM/DORCHESTER কবজ
  • একটিভ প্রটেকসন সিস্টেম- নেই
  • অন্যান্য- ১০টি L8স্মোক গ্রেনেড এবং IED কাউন্টার মেজার


অস্ত্রসস্ত্রঃ

  • মুল অস্ত্র- ১২০ এমএম স্মুথবোর কামান
  • অন্যান্য- ১টি ৭.৬২ এমএম চেইন গান এবং ১টি ৭.৬২ এমএম মেশিন গান
  • প্রতি মিনিটে ফায়ার- ৮-১০ টি
  • এটিজিএম ক্যাপ্যাবল

 

Facebook Comments

comments