B-17 ফ্লাইং ফোর্টরেস হচ্ছে ৪ ইঞ্জিন বিশিষ্ট একটি ভারী বোমারু বিমান !

বিমানটি ১৯৩৮ এর দিকে সার্ভিসে অাসে। বিমান প্রস্তুুতকারক প্রতিষ্ঠান বোয়িং এই বিমানটি তৈরি করে। এই বোমারু বিমান দ্বারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনী কে পরাস্ত করতে ৬৪০,০০০ মেট্রিক টন গোলাবারুদ ফেলে অামেরিকা !

অর্থাৎ অামেরিকার ইউরোপে ফেলা অর্ধেক গোলাবারুদ ই এটি দ্বারা ফেলা হয়েছে ! এক কথায় এটি ছিলো অক্ষ শক্তির মৃত্যুদুত !

 

মূল বিষয়াবলীঃ

  • দৈর্ঘ্যঃ ২২.৬৬ মিটার
  • উইং স্প্যান : ৩১.৯২ মিটার
  • উচ্চতাঃ ৫.৮২ মিটার
  • খালি অবস্থায় ওজনঃ ১৬,০০০ কেজি
  • লোডেড অবস্থায় ওজনঃ ২৪,৫০০ কেজি

পার্ফমেন্সঃ

  • সর্বোচ্চ গতিঃ ৪৬২ কি:মি: প্রতি ঘন্টায়
  • সাধারন গতিঃ ৩০০ কি:মি. প্রতি ঘন্টায়
  • রেঞ্জঃ ২,০০০ থেকে ৩,২০০ কি:মি:

অস্ত্র সস্ত্রঃ

  • ৮ টি ১২.৭ এমএম মেশিন গান
  • ৩,৬০০ থেকে ৭,৮০০ কেজি ওজনের বোমা

–Shahrian Ahmed



কিছু ছবিঃ

B-17 Flying Fotress

B-17 Flying Fotress’s frontal view

B-17 Flying Fotress

B-17 Flying Fotress’s right view

B-17 Flying Fotress

B-17 Flying Fotress’s front-left view

B-17 Flying Fotress

B-17 Flying Fotress

Facebook Comments

comments