রাশিয়ার তৈরি গরস্কোভ ক্লাস ফ্রিগেট গুলো হাইলি এডভান্সড গাইডেড মিসাইল ফ্রিগেট।

এটাকে ফ্রিগেট বললে ভুল হবে কারন এটি একটি অস্ত্রের বৃহৎ গুদাম। যার কারনে একে বিশ্বসেরা ৫ টি ডেস্ট্রয়ারের মধ্যে একটি বিবেচনা করলে ভুল হবে না। এটিকে হাইলি এডভান্সড রাডার-সেন্সর, অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে একে সমুদ্রের দানবে রুপান্তর করা হয়েছে।

বিশ্বসেরা অন্যান্য ফ্রিগেট গুলোতে কোনো না কোনো কিছুর ঘাটতি আছেই, যেমন: সেকেন্ডারি রাডার, ল্যান্ড অ্যাটাক, এন্টি এয়ারফেয়ার, এন্টি সাবমেরিন অয়্যারফেয়ার ক্যাপাবিলিটি ইত্যাদি।

কিন্তু এই দানবে প্রায় কোনো কিছুরই ঘাটতি লক্ষ করা যায়না। এটি একই সাথে এন্টি এয়ার ওয়্যারফেয়ার, ল্যান্ড অ্যাটাক এবং সাবমেরিন ওয়্যারফেয়ারে সমান পারদর্শী।

বর্তমানে তাদের নেভিতে ২ টি একটিভ আছে এবং ৩ টি সেইন্ট পিটার্সবার্গ শীপইয়ার্ডে নির্মাণাধীন। রাশান নেভির জন্য এই ফ্রিগেট মোট ৩০ টি তৈরী করা হবে।

এটি সাধারণত দৈর্ঘ্যে ১৩৫ মিটার, বীম ১৫ মিটার, ড্রাফট ৪.৫ মিটার এবং ওজন ৫ হাজার ৪০০ টন। এতে ২ টি ডিজেল এবং ২ টি গ্যাস টারবাইন আছে যা একত্রে ৪৯ মেগাওয়াট শক্তি উৎপন্ন করে এবং ২০৮ জন নৌ-সেনা ও প্রয়োজনীয় রসদ সামগ্রী নিয়ে একটানা দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করতে পারে।

একটি মাল্টিফাংশনাল S Band AESA রাডার আছে যা এরিয়াল এবং সার্ফেস টার্গেট গুলোকে সুক্ষভাবে ডিটেক্ট করার পাশাপাশি ফ্রিগেটটির স্যাম গুলোকে গাইডেন্স প্রদান করে। এবং এর সাথে একটি Furke-4 সার্চ রাডার আছে যার সহায়তায় টার্গেট গুলোকে নিখুঁত ভাবে ডিটেক্ট ও লক করে থাকে।

এন্টিশীপ মিসাইল গুলোকে গাইডেন্স প্রদান করার জন্য একটি Monolit 34k1 রাডার আছে। যা বিভিন্ন সার্ফেস টার্গেট গুলোকেও ডিটেক্ট করতে পারে।

সমুদ্রের গভীরে নিখুঁত ভাবে সাবমেরিন ও ইনকামিং টর্পেডো কে ডিটেক্ট করার জন্য ২ টি হাইলি এডভান্সড সোনার আছে।

এই ফ্রিগেটে একটি ১৩০মি.মি. A-192 নেভাল গান আছে, যা এর টার্গেটে নিখুঁতভাবে প্রতি মিনিটে ৪৫ টি প্রজেক্টাইল ফায়ার করতে সক্ষম।

এন্টিশীপ মিসাইল হিসেবে ভার্টিক্যাল লাঞ্চ সিস্টেমে ১৬ টি P-800 Oniks ক্রুজ মিসাইল আছে, যা সর্বোচ্চ ৫৪০ কিলোমিটার দূরের কোনো জাহাজ কে ডুবিয়ে দিতে যথেষ্ট।

লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল হিসেবে আছে ক্যালিবার ফ্যামিলির Kalibr NK ক্রুজ মিসাইল। এর কনভেনশনাল/নিউক্লিয়ার ওয়্যারহেড সর্বোচ্চ ২৫০০ কিলোমিটার দূরের কোনো টার্গেট কে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম।

এন্টি ওয়্যারফেয়ার এর জন্য এতে ৩২ টি S-400 সিরিজের (Naval Version) স্যাম আছে, যেগুলোর রেঞ্জ ৪০-১২০ কিলোমিটার।

সমুদ্রের গভিরে সাবমেরিন ধ্বংস করা ও ইনকামিং টর্পেডো কে ইন্টারসেপ্ট করার জন্য এতে ৮ টি ৩৩০ মি.মি. টর্পেডো টিউব আছে (টর্পেডোর সংখ্যা অজানা)

এতে ২ টি ৩০মি.মি. ক্লোজ ইন ওয়েপন সিস্টেম(CIWS) সাথে ২ টি ১৪.৫ মি.মি. হেভি মেশিনগান আছে, যা ক্লোজ রেঞ্জে থাকা নেভাল ভেসেল, ইনকামিং মিসাইল কে ধ্বংস করতে পারে।

এই ফ্রিগেটে একটি হ্যাঙ্গার আছে যেখানে একটি Ka-27 হেলিকপ্টার বহন করা যায়। এটি সাধারণত দূরের এন্টি সাবমেরিন মিশনে ব্যাবহার করা হয়।

কিছু ছবি :

KA 27 Helicopter

130mm Naval Gun

Gorshkov Class Frigate

Facebook Comments

comments