আপনারা অনেকেই হলিউড বিখ্যাত মুভি পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান দেখেছেন। এই মুভির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল এডমিরাল হেক্টর বারবারোসার।
প্রতিটি পর্বে তার ভূমিকা তিনি তার বিশাল বাহিনী নিয়ে এসে ব্রিটিশ, ফ্রান্স ও স্পেনের জাহাজ গুলিকে ধ্বংস করে দেন। আবার এক সাথে সম্মিলিত হয়ে দস্যুদের বিরুদ্ধে অভিযান করেন। আবার অন্তিম মুহূর্তে তিনি আবার বিপদে পরা দস্যু রাজা জ্যাক স্পেরোকে রক্ষা করেন।
তার বাস্তব চরিত্রটি আসলে হচ্ছে একজন অটোম্যান এডমিরাল এর, যার নাম হচ্ছে খায়রুদ্দিন বারবারোসা।
তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে সফল এবং ভয়ানক এডমিরাল তিনি নিজে একা সম্মিলিত খৃষ্টানদের সম্মিলিত নৌশক্তিকে পরাজিত করেন। পোপ ৩য় পলের আহ্বানে খৃষ্টান নৌ- বাহিনীর একটি “হলি লীগ” গঠিত হয়। তাদের উদ্দেশ্য ছিল অটোম্যানকে পরাজিত করে সমুদ্রে নিজের একক প্রভাব বিস্তার করা কিন্ত এটি স্বপ্ন বানিয়ে দেন এডমিরাল খায়রুদ্দিন বারবারোসা। তার নির্দেশনায় তুর্কী নৌ-বাহিনী ভূমধ্যসাগরে ইউরোপিয় বন্দরে ও জাহাজে হামলা চালিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তোলেন।
এ হামলা ইউরোপকে এতটাই বিপর্যস্থ করে দিয়ে দিয়েছিলো যে তারা শেষ পর্যন্ত পোপকে অনুরোধ করতে বাধ্য হয় বারবারোসার বিরুদ্ধে একটি নৌ- ক্রুসেড ঘোষনা করার জন্য। ১৫৩৮ সালে কিন্তু সেপ্টেম্বরে প্রেভেজার যুদ্ধে খৃষ্টানদের সম্মিলিত নৌ-বাহিনী বারবারোসার নিকট শোচনীয় ভাবে পরাজয় বরন করে।
বারবারোসার আক্রমনের প্রধান লক্ষবস্তু ছিলো স্পেন।যখন খৃষ্টানরা গ্রানাডা দখল করে গনহত্যা চালায় এবং মুসলিমদের গন-নির্বাসন দেয়, তখন তিনি ছোট ছিলেন। কিন্তু এর প্রতিশোধের কথা তিনি কখনো ভুলে যাননি। তার সময়ে খৃষ্টানরা বাকি থাকা মুসলিমদের উপর চরম নির্যাতন চালাচ্ছিল।
বারবারোসা একবার স্পেনের এক বন্দরে হামলা করে প্রায় ৭০,০০০ মরিস্কো কে উদ্ধার করে উত্তর আফ্রিকায় নিয়ে আসেন। তার জীবদ্দশায় তিনি ও তার বাহিনী কয়েক লক্ষ মুসলিমকে স্পেনের খৃষ্টানদের জোরপূর্বক ধর্মান্তরিত করার হাত থেকে রক্ষা করেন। আন্দালুস পুনরুদ্ধারের জন্য তিনি অসংখ্যবার স্পেনে হামলা করে স্পেনের নৌ-বাহিনীকে হারিয়ে এর উপকূলীয় শহরগুলো বিজয় করেন। যদিও তার এই অর্জন পরবর্তীতে মুসলিমরা ধরে রাখতে পারেনি।
১৫৪৫ সালে তিনি অসুস্থ হয়ে পরলে রাজধানী ইস্তাম্বুলে ফিরে আসেন। সেখানে কিছুদিন থেকে অস্থির হয়ে আবার জীবনের শেষ অভিযানে বের হয়ে স্পেনের নৌ বন্দরগুলোতে হামলা চালিয়ে বোমাবর্ষন করে ফিরে আসেন।
কিন্ত বিখ্যাত এই এডমিরাল আগে থেকেই অসুস্থ ছিল ফলে ৪ জুলাই, ১৫৪৬ সালে ইন্তেকাল করেন। তার মারা যাওয়ার খবর শুনে তখন হলি লীগের সম্মিলিত বাহিনী আনন্দ উৎসব করে ও পোপ নিজেও খুশীতে বিশেষ বানী দেন !
কারণ খ্রিষ্টানদের বিরুদ্ধে তার কোন পরাজয়ের ইতিহাস নেই তিনি বিভিন্ন নৌযুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছেন যা আর কেউ করতে পারেনি। তাই তাকে ইতিহাসের সফল এডমিরাল বলা হয়।

ছবিতে এডমিরাল বারবারোসা

ছবিতে এডমিরাল বারবারোসা
Leave a Reply