আডা ক্লাস তুরস্কের তৈরি অত্যাধুনিক স্টিলথ করভেট। এই করভেট গুলি ২০১১ সালে প্রথম সার্ভিসে আসে।
আডা ক্লাস তুরস্কের মিলজিম প্রজেক্টের অধীনে তৈরি। এই প্রজেক্টের অধীনে ফ্রিগেট তৈরি করার পরিকল্পনা রয়েছে যার নাম TF-100 ক্লাস মিসাইল গাইডেড মাল্টিরোল ফ্রিগেট।
ফ্রিগেট তৈরির কাজ শুরু হয়েছে, তবে এখনো সার্ভিসে আসেনি।
আডা ক্লাস স্টিলথ করভেট গুলিতে সাবমেরিন সনাক্ত করার জন্য আছে অত্যাধুনিক সোনার TBT-01 Yakamoz সার্চ রাডার।
এছাড়া আরো আছে SMART-S Mk2 রাডার। X-Band রাডার, Fire Control রাডার, ALPER LPI ন্যাভিগেশন সিস্টেম, STING EO Mk2 ওয়েপন্স কন্ট্রোল সিস্টেম, Laser/RF সিস্টেম, ASW জ্যামার সিস্টেম।
সাধারণ বৈশিষ্ট্যঃ
- কান্ট্রি ওরিজিন – তুর্কি
- ওজন – ২৪০০ টন (২৮৫০ টন ফুল লোড অবস্থায়)
- দৈর্ঘ্য – ১০১ মিটার
- প্রস্থ – ১৪.৫০ মিটার
- গতি – ৩০ নট বা ৫৫.৫৬ কিলোমিটার
- অপারেশন রেঞ্জ – ৭৫০০ কিলোমিটার
- ক্রু – ১৬৫ জন
- ইঞ্জিন – ১ টি CODAG গ্যাস টার্বাইন ইঞ্জিন
আর্মসঃ
-
- ১ টি ৭৬ এম এম ও ২ টি ১২.৭ এম এম গান
- ৮ টি হরপুন জাহাজ বিধ্বংসী মিসাইল
- ২১ টি রিম এন্টি এয়ারক্রাফট মিসাইল
- ২ টি ৩২৪ মি.মি. Mk.32 লাঞ্চার ডিফেন্স সিস্টেম
- সারফেস শিপ টর্পেডো ডিফেন্স সিস্টেম
এছাড়া এটি একটি S-70B সিরিজের হেলিকপ্টার ও UAV বা ড্রোন বহন করতে পারে।
এর প্রতি ইউনিটের দাম বিভিন্ন সূত্র মতে ১৫০ মিলিয়ন ডলার।
কিছু ছবিঃ

Ada class Corvette

Ada class Corvette

Ada class Corvette

Ada class Corvette

Ada class Corvette
Leave a Reply