তৎকালীন ১৪ জানুয়ারী ১৯৬৯ সালে পার্ল হারবারের অদুরে সমুদ্রে থাকাকালীন সময়ে আমেরিকার বিমানবাহী রণতরী USS Enterprise (CVAN 65) এ ভয়াবহ আগুন লাগে এবং সিরিজ বিস্ফারণ ঘটে।

জাহাজ এ থাকা F-4 ফ্যান্টম হতে ভুলবশত জুনি(Zuni) নামক রকেট মিসফায়ার হয়ে যায়।

জুনি রকেট বিস্ফারণ ঘটলে তা অন্যান্য রকেট ও বোম্ব এ ছড়িয়ে পড়ে এবং বিশাল আকারে বিস্ফারণ হয়। যার দরুন ফ্লাইট ডেকে বিরাট গর্তের সৃষ্টি হয় এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ এ থাকা জেট ফুয়েল এর মাধ্যমে আগুন দ্রুত অননান্য অংশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ২৮ জন নাবিকের ইহলীলা সাংগ হয়।

৩১৪ জন গুরুতর আহত হয় এবং ১৫ টি বিমান ধ্বংস হয়।

পরবর্তীতে বিমান পরিবর্তন এবং জাহাজ মেরামত বাবদ ততকালীন সময়ের প্রায় ১২৬ মিলিয়ন ডলার খরচ হয়।

বলা হয়ে থাকে USS Enterprise দিয়ে আমেরিকা যে কোনো যুদ্ধ শুরু করে।

 

লেখায়ঃ- নোবেল বিন রহমান

This slideshow requires JavaScript.

Facebook Comments

comments