নিলুফার রাহমানি – আফগানিস্থান এয়ারফোর্সের প্রথম নারী পাইলট।
Cessna 182 দিয়ে তার প্রথম ফ্লাইট শুরু করলেও C208 ও C130 এর মত বড় মিলিটারি বিমান চালানোর ট্রেনিং সাফল্যের সাথে শেষ করেন।
তালেবানের হুমকি উপেক্ষা করে নিলুফার আফগান এয়ারফোর্স অফিসার ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন ও সাফল্যের সাথে তা শেষ করে আফগান এয়ারফোর্স এ ২০১২ সালে যোগদান করেন ও আফগানিস্থানের প্রথম নারী ফাইটার পাইলট হওয়ার ইতিহাস গড়েন।

নিলুফার রাহমানি

নিলুফার রাহমানি

নিলুফার রাহমানি
Leave a Reply