চীনের তৈরি AT200 নামের এই ড্রোনটি ১.৫ টনের মত মালামাল পরিবহণ করতে পারে। ১১.৮৪ মিটার দৈর্ঘ্য ও ৪.০৪ মিটার উচ্চতার এই ড্রোনটি সর্বোচ্চ ৩.৪ টন ওজন নিয়ে উড্ডয়ন করতে পারে।
ড্রোনটি মাত্র ২০০ মিটার লম্বা রানওয়েতে স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডিং করতে পারে। ফলে এর জন্য বড় রানওয়ের দরকার হয়না।
শুধু তাই নয়, রানওয়ে ছাড়াও এটি ঘাস যুক্ত মাঠেও সফল ভাবে ল্যান্ডিং করতে পারে।
কানাডার তৈরি ৭৫০ হর্সপাওয়ারের পিটি৬এ (PT6A) টার্বোপ্রপ ইঞ্জিন চালিত এই ড্রোনটি একটানা ২১৮৩ কি.মি. পাড়ি দিতে সক্ষম। ড্রোনটির গতি ঘন্টায় ৩১৩ কিলোমিটার।
মালামাল পরিবহন ছাড়াও ড্রোনটি সামরিক পরিবহনের কাজেও যথেষ্ট সক্ষম। আর তাই দক্ষিন চীন সাগরে চীনের বিতর্কিত দ্বীপে সামরিক সরবরাহ নিশ্চিত করতে ড্রোনটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে।
Leave a Reply